গ্রামের নারীদের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ নিশ্চিত করার তাগিদ
- আপডেট সময় : ০৪:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ তৃণমূল নারীদের অবারিত করার তাগিদ দিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এতে করে এসব নারীরা নিজেদের জীবনমান উন্নয়নে তা কাজে লাগাতে পারবেন।
বুধবার ঢাকার সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
নারীবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, নারীদের আরও এগিয়ে নিতে অবকাঠামোগত সকল সুবিধা নিশ্চিত জরুরি। নারীবান্ধব রাজস্বনীতি গ্রহণের পাশাপাশি করারোপ প্রক্রিয়ার সহজীকরণ প্রয়োজন শ্রমবাজারে নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সঙ্কট মোকাবিলায় ঘোষিত প্রণোদনা মাঝারি ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যেন সহজে পেয়ে উপকৃত হতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা দরকার। ডিজিটাল ডিভাইডের শিকার হয়ে নারীরা যেন তথ্য-প্রযুক্তিতে পিছিয়ে না পড়ে সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার।
মিরিন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠার আইনী কাঠামো ও প্রতিষ্ঠানিক ভিত দিয়ে গেছেন। নারী-পুরুষ সকলের মৌলিক অধিকার তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করে গেছেন। এই আইনি কাঠামোর ভিতের উপর দাঁড়িয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের নারী সমাজ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই আজকের নারীদের অপ্রতিরোধ্য অগ্রগতি। কর্মক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রেই নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নজির দৃশ্যমান।
শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের পাশাপাশি ২৩ জন নারী সরাসরি নির্বাচিত। যা জাতির পিতার সুগভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টিসম্পন্ন চিন্তার ফল।