গুম ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ ট্রাইব্যুনালে

- আপডেট সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্যপ্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। জুলাই অভ্যুত্থানকালে ঢাকায় জোবায়ের ওমর খান নামে এক আন্দোলনকারীকে হত্যার মামলায় গত নভেম্বরে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই অতিরিক্ত পুলিশ সুপারের নাম আলেপ উদ্দিনকে। তিনি এখন কারাগারে। র্যাবের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতি অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার এসব তথ্য জাইনয়ে বলেন, এক আসামিকে গুম করে রেখে তাকে হত্যার হুমকি দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেন আলেপ উদ্দিন। এমন বিস্ফোরক তথ্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হাতে এসেছে।
চিফ প্রসিকিউটর বলেন, আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি। আলেপ উদ্দিন অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করার সঙ্গে জড়িত। অনেককে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিলেন। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিলেন। চোখ বেঁধে ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে নির্যাতনের অভিযোগ আছে এই আলেপ উদ্দিনের বিরুদ্ধে।
এমন নিষ্ঠুরতম অপরাধীর অপরাধের তদন্ত করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই ভিকটিমরা আমাদের কাছে নতুন নতুন অনেক অভিযোগ নিয়ে আসছেন। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে তদন্ত সংস্থা দিন-রাত কাজ করছে।