ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি আওয়ামী লীগের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছুঁড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটা গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর গুলি ছুঁড়েছে।

জানা গেছে, গুলিতে আহত মোবাশ্বের হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।

আহত মোবাশ্বের হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তারা। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম বলেন, একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি আওয়ামী লীগের

আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছুঁড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটা গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর গুলি ছুঁড়েছে।

জানা গেছে, গুলিতে আহত মোবাশ্বের হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।

আহত মোবাশ্বের হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তারা। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম বলেন, একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।