গণঅভ্যুত্থানে স্বজন হারানোদের কথা শুনলেন ড. ইউনূস

- আপডেট সময় : ১০:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গণঅভ্যুত্থানে স্বজন হারানোদের কথা শুনলেন ড. মুহাম্মদ ইউনূস। রবিবার সাক্ষাতে হত্যাকাণ্ডের বিচার, অধিদপ্তর গঠন, হতাহতদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতির পাশাপাশি আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন নিয়েও আলোচনা হয়।
এ সময় শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনে সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই-অগাস্টের গণআন্দোলনে স্বজন হারানো কয়েকটি পরিবারের সদস্যরা।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তাতে আরও বলা হয়, সাক্ষাতে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
ডাকটিকিট অবমুক্ত
জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ড এবং বিশেষ সিলমোহর প্রকাশ করেছে ডাক বিভাগ।
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকেট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাকটিকেটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চিত্রায়িত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।