কোরবাণীর ঈদ আসন্ন লাগাম টানতে পেঁয়াজ আমদানির অনুমতি
- আপডেট সময় : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
অবশেষে পেঁয়াজের দামের লাগাম টানতে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার। এরঅগেও পেঁয়াজের কেজি যখন ডাবলসেঞ্চুরি হাঁকায় সেসময়ও আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। বাংলাদেশে পেঁয়াজের চাহিদা বাংলাদেশে পেঁয়াজের চাহিদা বছরে ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন। এবারে পেঁয়াজের উৎপাদন ৩৪ লাখ টন।
অথচ ভরমৌমেও পেঁয়াজের কেজি ছিল ৬০ থেকে টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। কোরবাণীর ঈদকে সামনে রেখে পেঁয়াজের বাজার উর্ধমুখী। পরিস্থিতি সামাল দিতে পেঁয়াজ আমদানির বিষয়টি বেশ কিছুদিন ধরে চালাচালী হচ্ছিল। এবারে পেঁয়াজের দাম সেঞ্চুরী হাঁকানো সময় আমদানির অনুমতি দিল সরকার।
এর আগে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রকাশ্যে বলেছেন, মজুদ গড়ে তোলার পেঁয়াজের বাজার ফুঁসে ওঠছে। এর আগেও পেঁয়াজের কেজি যখন ২০০ টাকায় ওঠে, তখনও আমানি শুরু হলে চট্টগ্রামের অনেক গোডাউন ব্যবসায়ীরা রাতের আঁধারে খালে-বিলে পেঁয়াজ ফেলে দেয়। দীর্ঘ দিন গোড়াউনে থাকার ফলে অধিকাংশ পেঁয়াজ পচে যায়।
সামনে কোরবানীর ঈদ। খুচরো ব্যবয়ীরা জানাচ্ছেন, কোরবানীর ঈদের পর ছাড়া পেঁয়াজের দামের লাগাম টানা যাবেনা। পেঁয়াজের দামের উর্ধগতির জন্য সিন্ডিকেট দায়ী। অথচ সিন্ডিকের কথা সবাই বললেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নজির নেই।