কোভিশিল্ডের দু’টি ডোজে ১৬ শতাংশেরই তৈরি হয়নি অ্যান্টিবডি, প্রয়োজন বুস্টার ডোজ পরামর্শ বিশেষজ্ঞদের

- আপডেট সময় : ০৯:৪৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ২৩১ বার পড়া হয়েছে
ছবি ইন্টারনেট থেকে
‘দেখা গিয়েছে, ৬৫-র ঊর্ধ্বে এবং কো-মর্বিডিটি রোগীদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না’
কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার পরও শরীরে অ্যান্টিবডি তৈরি না হলে সেক্ষেত্রে নিতে হবে বুস্টার টিকা। এমনই পরামর্শ দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চের (আইসিএমআর) একদল বিশেষজ্ঞ।
আইসিএমআর-এর এক সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় ১৬ দশমিক ১ শতাংশের শরীরে দুটি ডোজ নেওয়ার পরও তৈরি হয়নি অ্যান্টিবডি। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরও তাদের শরীর ডেল্টা প্রজাতির সঙ্গে মোকাবিলা করতে পারবে না। এক্ষেত্রে বুস্টার নিতে হতে পারে।
আর ৬৫-র ঊর্ধ্বে এবং কো-মর্বিডিটি রোগীদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তাদের বুস্টার টিকা নেওয়ার কথা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)-এর একটি সমীক্ষা রিপোর্টে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান টি জেকব জন বলেন, অ্যান্টিবডি শরীরে মেলেনি মানে একেবারে তা নয়। অ্যান্টিবডি কম তৈরি হয়েছে, তাই তা ধরা পড়েনি।

ফের Covishield-i দুটি ডোজের মধ্যবর্তী সময়সীমা বদল করা হল, জেনে নিন বিশদে
সংক্রমণ কমতেই নতুন স্ট্রেন ‘ডেল্টা প্লাস’- আই কতটা ক্ষতিকারক, কী বলছেন বিশেষজ্ঞরা?
রিপোর্ট দেখে তিনি আরও বলেন, যাদের শরীরে অ্যান্টিবডি মেলেনি তাদের শরীরে মধুমেহ, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগের সমস্যা রয়েছে। তবে আপাতত দৃষ্টিতে তারা সুস্থ-সবল ব্যক্তি। তাদের বয়স ৬৫-ঊর্ধ্বে। মনে করা হচ্ছে এদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। দেহে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাদের তৃতীয় বুস্টার টিকা নিতে হতে পারে। সূত্র জি২৪ঘন্টা