কুশিয়ারায় ধরা পড়ল দানব আকৃতির মাছ, ওজন ১৬০ কেজি
- আপডেট সময় : ০৯:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
কুশিয়ারা নদীতে ধরা পড়ল দানব আকৃতির মাছ। ওজন ১৬০ কেজি। মাছের নাম বাগাড়।
সিলেটের লাল বাজারে বিক্রির জন্য ওঠা প্রায় ১৬০ কেজি ওজনের বাঘাইড়। সিলেটের কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়েছে প্রায় ১৬০ কেজির এ বাগাড় মাছ। মাছটি বিক্রির জন্য মঙ্গলবার সকালে বাজারে তোলা হয়েছে।
বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে জকিগঞ্জ। উল্টো দিকে আসামের করিমগঞ্জ। উভয় দিকের মানুষ সিলেটের অঞ্চলিক ভাষায় কথা বলেন।
জকিগঞ্জ কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে দানব আকৃতির মাছটি। মঙ্গলবার সকালে ধরা পড়া মাছটি স্থানীয়ভাবে ক্রেতার অভাবে সিলেট শহরের বন্দরবাজারের লালবাজার মাছের আড়তে তোলা হয়।
বিক্রেতা জানান, মনমতো দামে আস্ত মাছ কেনার ক্রেতা নেই। তাই বুধবার মাছটি কেটে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি দরে বিক্রি করা হবে। বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমায়।