ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা-ঢাকা বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উভয় দেশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কলকাতা-ঢাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের সার্বিক সহযোগিতায় বৈঠকটির আয়োজন করেছে পশ্চিমবঙ্গের এইসপি ঘোষ গবেষণা কেন্দ্র। সেখানে উভয় দেশের জন্য মঙ্গলজনক এমন ক্ষেত্র শনাক্ত এবং সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার তৌফিক হাসান এবং ভারতীয় বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব ড. অনুপম রয় প্রমুখ। বৈঠকে উল্লেখ করা হয়, চলতি বছর ভারত-বাংলাদেশ সম্পর্কের বিশেষ একটি মুহূর্ত।

উভয় দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বিশেষ এই উপলক্ষকে কেন্দ্র করে বাংলাদেশ সফর করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকারের পক্ষ থেকে তিনি গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত করেছেন। গতকাল শুক্রবার সেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন মোদি।

ইন্ডিয়া ব্লুমসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, কৌশলগত সহযোগিতা, এসডিজি লক্ষ্য ২০৩০ বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধরে রাখা।

বন্ধন-কন্নাগরের প্রতিষ্ঠাতা চন্দ্র শেখর ঘোষ বলেন, কলকাতা-ঢাকা বৈঠকের অংশ হতে পেরে আমরা আনন্দিত। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলকাতা-ঢাকা বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

আপডেট সময় : ০৭:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

উভয় দেশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কলকাতা-ঢাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের সার্বিক সহযোগিতায় বৈঠকটির আয়োজন করেছে পশ্চিমবঙ্গের এইসপি ঘোষ গবেষণা কেন্দ্র। সেখানে উভয় দেশের জন্য মঙ্গলজনক এমন ক্ষেত্র শনাক্ত এবং সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার তৌফিক হাসান এবং ভারতীয় বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব ড. অনুপম রয় প্রমুখ। বৈঠকে উল্লেখ করা হয়, চলতি বছর ভারত-বাংলাদেশ সম্পর্কের বিশেষ একটি মুহূর্ত।

উভয় দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বিশেষ এই উপলক্ষকে কেন্দ্র করে বাংলাদেশ সফর করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকারের পক্ষ থেকে তিনি গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত করেছেন। গতকাল শুক্রবার সেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন মোদি।

ইন্ডিয়া ব্লুমসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, কৌশলগত সহযোগিতা, এসডিজি লক্ষ্য ২০৩০ বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধরে রাখা।

বন্ধন-কন্নাগরের প্রতিষ্ঠাতা চন্দ্র শেখর ঘোষ বলেন, কলকাতা-ঢাকা বৈঠকের অংশ হতে পেরে আমরা আনন্দিত। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে আশাবাদী।