করোনা ওমিক্রন রুখতে আসছে গুচ্ছ বধিনিধিষেধ

- আপডেট সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ২০১ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘হোটেল-রেস্টুরেন্টে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না, এক্ষেত্রে উভয়কে জরিমানা গুণতে হবে, রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড লাগবে, বর্ডারগুলো স্ক্রিনিং জোরদার করা হয়েছে, স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে’
করোনার নতুন প্রজাতি ওমিক্রন ও করোনার প্রর্দুভাব রুখতে বাংলাদেশে গুচ্ছ বিধিনিষেধ জারি করতে যাচ্ছে হাসিনা সরকার। যার মধ্যে হোটেল-রেস্টুরেন্টে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। এক্ষেত্রে উভয়কে জরিমানা গুণতে হবে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড লাগবে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত খাবার হোটেল খোলা থাকবে, স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি এখনো আসেনি।
সংক্রমন বৃদ্ধি পেলে সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরই মধ্যে বর্ডারগুলো স্ক্রিনিং জোরদার করা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেলায় পুলিশ নজরদারি বাড়ানো হবে। বাস, ট্রেন এবং লঞ্চ চলবে অর্ধেক যাত্রী নিয়ে। নির্দেশ পাবার সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করবে ডিসি ও এসপিরা।
করোনার তৃতীয় ঢেউ তথা ওমিক্রন প্রজাতির নতুন ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে দাপট দেখিয়ে চলেছে। করোনার তৃতীয় ঢেউ তথা ওমিক্রন প্রজাতির নতুন ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে দাপট দেখিয়ে চলেছে। ভারতসহ আশপাশের দেশেও ছড়িয়ে পড়ছে। সোমবার থেকে পশ্চিমবঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ গুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে কলকাতায় রাত্রিকালীন কার্ফিও উল্লেখযোগ্য।
পর্শি বাংলাদেশেও থাবা বসিয়েছে ওমিক্রন। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ২০০ থেকে একলাফে ৭৭৫ জনে পৌঁছে এবং মারা গিয়েছে ৬ জন। গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান করোনা ও ওমিক্রনের উর্ধমুখী সংক্রমণের লাগাম টানতেই জারি হচ্ছে গুচ্ছ বিধিনিষেধ। এসময় তিনি জানান, মহামারি মোকাবিলায় সমীত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলা রাখা, হাটবাজার খোলা রাখা ইত্যাদি বিধিনিষেধ বাস্তবায়নে সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।