ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের অন্যতম অবস্থানে বাংলাদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ২০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আমাদের অনেক দূর যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে গিয়েছেন’

দলীয় ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের প্রদানমন্ত্রী শেখ হাসিনা ফের উচ্চারণ করলেন, দেশের উন্নয়নের কথা মাথায় রেখেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। আর সরকার গঠনের পর থেকে সেভাবেই কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছেন জানিয়ে এসব গুরুত্বপূর্ণ কথা ফের সামনে আনেন শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে  যোগ দেন শেখ হাসিনা। তিনি একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

টানা তিনবারের সরকার প্রধান শেখ হাসিনা। তার ধারাবাহিক শাসনামলে সরকারের নানা মুখী উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কাজের ফল হিসাবে এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এটা আমাদের জন্য… বিশেষ করে করোনাভাইরাসের কারণে যখন সারাবিশ্বের অর্থনীতি স্থবির সেই সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনাভাইরাস মোকাবিলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরও অনেক দূর যেতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের অন্যতম অবস্থানে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

‘আমাদের অনেক দূর যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে গিয়েছেন’

দলীয় ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের প্রদানমন্ত্রী শেখ হাসিনা ফের উচ্চারণ করলেন, দেশের উন্নয়নের কথা মাথায় রেখেই বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। আর সরকার গঠনের পর থেকে সেভাবেই কার্যকর পদক্ষেপ নিচ্ছি।

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছেন জানিয়ে এসব গুরুত্বপূর্ণ কথা ফের সামনে আনেন শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে  যোগ দেন শেখ হাসিনা। তিনি একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

টানা তিনবারের সরকার প্রধান শেখ হাসিনা। তার ধারাবাহিক শাসনামলে সরকারের নানা মুখী উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কাজের ফল হিসাবে এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এটা আমাদের জন্য… বিশেষ করে করোনাভাইরাসের কারণে যখন সারাবিশ্বের অর্থনীতি স্থবির সেই সময় বাংলাদেশ কিন্তু একদিকে করোনাভাইরাস মোকাবিলা করা, মানুষকে সুরক্ষিত করা অপরদিকে অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, সবাই জীবনের ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে এই অর্জন সম্ভব হয়েছে। তবে সামনে আমাদের আরও অনেক দূর যেতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবিলা করতে পারে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন।