এবারে চীনে বাদুড় থেকে করোনার নতুন গোত্রের সন্ধান!

- আপডেট সময় : ১১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ২৩১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
গবেষকরা আরও জানিয়েছেন, ২০১৯-এর মে থেকে ২০২০-র নভেম্বরের মধ্যে ছোট ছোট বাদুড় এবং জঙ্গলের বাদুড়ের মল, মূত্র এমনকি লালারসের পরীক্ষা করেছেন তারা। সেখান থেকে যে সব করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন, তার মধ্যে একটি জিনগত ভাবে সার্স কোভ-২ এর সমগোত্রীয়, যা বর্তমানে মহামারির সৃষ্টি করেছে।
২০১৯ সালে চীনের উহান থেকে প্রথম করোনার সূত্রপাত। পরবর্তীতে এর নামকরণ করা হয় ‘নোভেল করোনা’ ভাইরাস। গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনার শ’ শ’ ধরণ আবিষ্কার করেন গবেষকরা।
করোনার ভাইরাসের দাপটে বেহাল দুনিয়া। এরই ধারাবাহিকতায় ফের
বেশ কয়েকটি নতুন গোত্রের করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন চীনের গবেষকরা। তাদের গবেষণায় বাদুড়ের দেহে মিলেছে এই ভাইরাস।
দক্ষিণ-পশ্চিম চীনে বাদুড়ের দেহ থেকে এই ভাইরাস খুঁজে পেয়েছেন তারা। তাদের মধ্যে বেশ কিছু মানবদেহে সংক্রমণ ঘটায়।
জানা যায়, সম্প্রতি জার্নাল সেল বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেন, বাদুড়ের ভিন্ন ভিন্ন প্রজাতি থেকে তারা ২৪টি নতুন করোনাভাইরাসের জিন শনাক্ত করেছেন।
স্যানডং বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু প্রজাতির বাদুড়ের দেহ থেকে ২৪ ধরনের নভেল করোনাভাইরাস সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৪টি আবার সার্স কোভ-২ জাতীয় করোনাভাইরাস।
গবেষকরা আরও জানিয়েছেন, ২০১৯-এর মে থেকে ২০২০-র নভেম্বরের মধ্যে ছোট ছোট বাদুড় এবং জঙ্গলের বাদুড়ের মল, মূত্র এমনকি লালারসের পরীক্ষা করেছেন তারা। সেখান থেকে যে সব করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন, তার মধ্যে একটি জিনগত ভাবে সার্স কোভ-২ এর সমগোত্রীয়, যা বর্তমানে মহামারির সৃষ্টি করেছে।