ইসরায়েলের হামলা ফিলিস্তিনে নিহত বেড়ে ১৯৮

- আপডেট সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ইসরায়েলের নির্বাচার বিমান হামলায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতের সংখ্যা বেড়ে চলেছে। দেশটির বিভিন্ন হাসপাতালে একের পর এক মরদেহ আনা হচ্ছে।
আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের নির্বিচার পাল্টাহামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। এ কারণে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা নেই।
খবরে বলা হয়, গাজা শহর ও গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় বেপরোয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার হাত থেকে আবাসিক ভবন এবং হাসপাতালও রেহাই পাচ্ছে না।
শনিবার সকালে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালায় হামাস। প্রথম ২০ মিনিটে প্
রায় পাঁচ হাজার রকেট ছোড়ে তারা। এতে প্রথমে ২২ নাগরিকের মৃত্যুর তথ্য জানায় ইসরায়েল।
পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০-এ।
আল জাজিরার সর্বশেষ খবরে বলা হয়েছে, ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, হামাসের রকেট
হামলায় অন্তত ১০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

একইসঙ্গে হামাসের যোদ্ধারা গাজার সীমান্তবর্তী ইসরাইলি চেকপোস্টগুলোতে অভিযান চালায়
এবং বেশ কিছু চেকপোস্ট দখল করে নেয়। এ সময় বেশ কিছু ইসরাইলি সেনা নিহত
হয় এবং অনেকে হামাস যোদ্ধাদের হাতে আটক হয়।
তবে ইসরেইলে হামলা চালাতে যাওয়া হামাসের অনেক যোদ্ধাও নিহত হয়েছেন
বলে খবর পাওয়া যাচ্ছে। ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) জানিয়েছে,
সাগরপথে ইসরাইলে প্রবেশের চেষ্টা করার সময় হামাস সদস্যদের ওপর হামলা
চালায় তারা। তাদের এ হামলায় বেশ কয়েকজন হামাস সেনা নিহত হয়েছেন।