আহমেদাবাদ ট্রাজেডি : বিমানের ২৪২জন যাত্রীই নিহত

- আপডেট সময় : ০৭:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর নাগাদ অহমদাবাদ বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। ছবি: পিটিআই।
২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ নম্বরের বিমানটি অহমদাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওড়ে।
এটি আকাশে ওড়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই বিমান বন্দর থেকে ১০ কিলোমিটার দূরে একটি মেডিকেল হোষ্টের ওপর ভেঙ্গে পড়ে। দুঃখজনক এই দূর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনই প্রাণ হারায়।
অবশ্য সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে, অহমদাবাদের পুলিশ কমিশনার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, বিমানে সওয়ার সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
তার বরাত দিয়ে সমাজমাধ্যমে পোস্ট দিয়েছেন সংবাদ সংস্থা এপির এক সাংবাদিক। সেই পোস্ট উদ্ধৃত করে বিষয়টি প্রকাশ করেছে রয়টার্স। অন্য দিকে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ আনা হয়েছে বলে রয়টার্সকে অহমদাবাদ পুলিশ জানিয়েছে।
বিমানটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। তার পরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং কালো ধোঁয়া বার হচ্ছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৩০ জন যাত্রী ছিলেন। বাকি ১২ জন কর্মী। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। ৫৩ জন ব্রিটিশ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে অহমদাবাদে পৌঁছে গিয়েছেন।
বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল। স্থানীয়দের দাবি, হোস্টেটিতে ৫০ জন চিকিৎসক থাকেন। হাসপাতাল সূত্রের খবর, বিমান ভেঙে পড়ায় ওই হোস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।