আসছে আরও ১০ লাখ ডোজ টিকা
- আপডেট সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
ছবি: হাওলং ইয়ান’র ফেসবুক পোস্ট থেকে
চীনের ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌছানোর কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবে এই টিকার চালান।
চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে কথা ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মি. হাওলং ইয়ান তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের মানুষকে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে। তিনি আরও বলেন, আশা করা হচ্ছে, এদিন সন্ধ্যায় সেগুলো ঢাকায় এসে পৌঁছাবে।
One million ( 10 lakhs ) China’s gift Sinopharm vaccines to our Bangladeshi brothers and sisters have been loaded at Tianjin International Airport.
They are supposed to arrive Dhaka this evening.
এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।






















