সংবাদ শিরোনাম ::
আশঙ্কাকে সঙ্গী করেই ঈদ উদযাপন

ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে
আশঙ্কাকে সঙ্গী করেই বাংলাদেশে শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। করোনাকালে ঈদের জৌলুস তেমন একটা না থাকলেও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশ নিতে বলা হয়েছে।
করোনার প্রদুর্ভাব রুখতে স্বাস্থ্যবিধি অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত। ঢাকার দুই সিটি কর্পোরেশনের তত্ত্ববধানে মসজিদগুলো ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। করোনার কারণে গত বছর থেকে ঈদগাহগুতে জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই ঈদের নামাজ আদায়ে অংশ নিতে বলেছে ইসলামীক ফাউন্ডেশন। সাধারণত করোনার আগের বছরগুলোতে সিটি কর্পোরেশনের তরফে প্রতিটি এলাকার বিভিন্ন মাঠ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হতো। মহামারির কারণে দু’বছর ধরে খোলা স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।