Ambassador of Pakistan : আমেরিকায় পাকিস্তানী রাষ্ট্রদূতের নিয়োগ প্রক্রিয়া তিনমাস ধরে আটকা
- আপডেট সময় : ০৯:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৩০৭ বার পড়া হয়েছে
মাসুদ খান
কূটনৈতিক সাক্ষাৎকারের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিয়ে থাকেন। কিন্তু দীর্ঘ তিন মাস যাবত আটকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে মাসুদ খানের নিয়োগ প্রক্রিয়া।
জানা গিয়েছে, মার্কিন কংগ্রেসম্যান ও আইনপ্রণেতা স্কট পেরি গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা একটি চিঠিতে মাসুদ খানকে জিহাদী ও জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে তার সাক্ষাতের আবেদন বাতিলের অনুরোধ জানান।
চিঠিতে তিনি লেখেন, ইমরান খানের মনোনীত মাসুদ খান জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল। তার নিয়োগকে বুদ্ধিহীনতার পরিচয় উল্লেখ করে এই বিষয়কে ভারতের জন্য আঞ্চলিক হুমকির কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এটি কেবল আমেরিকার শান্তি বিঘ্নিত করবে না, বরং এই অঞ্চলের ক্ষতির কারণ হতে পারে। তাই তার নিয়োগ সম্পর্কিত সব প্রক্রিয়া বাতিল করার অনুরোধ জানিয়েছেন স্কট পেরি।
এদিকে এ বিষয়ে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন পাকিস্তান ভারতের ওপর অন্যায়ভাবে দোষ চাপাতে ওঠে পড়ে লেগেছে। বিদেশে অন্য কারোর রাষ্ট্রদূত নিয়োগে দেরি নিয়ে তৃতীয় কোনো দেশকে দোষারোপ করার মধ্যে কোনো যুক্তি নেই।

























