ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমার জীবন আমার যোগ ভিডিও ব্লগ প্রতিযোগীতার পুরস্কার প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ৫৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক :  ২০১৪ সালে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর থেকে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায়ও বিশার আকারে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু করোনামহামারির কারণে এবারে খোলা জায়গায় দিবসটি পালন সম্ভব হয়নি। তাই থেমে থাকে উদ্যোগ। ভারতীয় হাইকমিশন এবারে আমার যোগ বাংলাদেশ শীর্ষক অনলাইন ভিডিও ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করে। যার পুরস্কার বিতরণ হয়ে গেল শুক্রবার।
এদিন ভারতীয় হাইকমিশন ঢাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। আন্তর্জাতিক যোগ দিবস-২০২০ উদযাপনে ভারত সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয় হাই কমিশন, আয়ুশ মন্ত্রক এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর কোভিড ১৯-এর বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন বিধিনিষেধের কারণে ভারত সরকার অনলাইনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে ফেসবুক, ইনস্টগ্রাম ও টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহান করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং যোগিক অনুশীলনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুপরিচিত। নিয়মিত যোগাভ্যাস কেবল মানসিক চাপ কমাতে নয়, স্বাস্থ্যের উন্নতিতেও কার্যকর। বাংলাদেশের সব অপেশাদার এবং পেশাদার যোগাভ্যাসকারী এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের জীবনের যোগের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পায়।
এই প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে ৬টি পৃথক বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পেশাদার বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম হন রাবেয়া খাতুন অর্থী এবং পুরুষ বিভাগে মাজহারুল আলম। ১৮ বছরের বেশি বয়সী (প্রাপ্ত বয়স্ক) বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম শাহনাজ বেগম এবং পুরুষ ক্যাটাগরিতে স্বরূপ মজুমদার। অন্যদিকে ১৮ বছরের কমবয়সীদের যুব বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আফিফা হোসেন অর্পা এবং পুরুষ ক্যাটাগরিতে মানসিফ হেলাল। বিজয়ীরা আর্থিক পুরস্কার লাভের পাশাপাশি আমার জীবন আমার যোগ ভিডিও ব্লগিংয়ের বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্যও মনোনীত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমার জীবন আমার যোগ ভিডিও ব্লগ প্রতিযোগীতার পুরস্কার প্রদান

আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

ভয়েস ডিজিটাল ডেস্ক :  ২০১৪ সালে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর থেকে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায়ও বিশার আকারে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু করোনামহামারির কারণে এবারে খোলা জায়গায় দিবসটি পালন সম্ভব হয়নি। তাই থেমে থাকে উদ্যোগ। ভারতীয় হাইকমিশন এবারে আমার যোগ বাংলাদেশ শীর্ষক অনলাইন ভিডিও ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করে। যার পুরস্কার বিতরণ হয়ে গেল শুক্রবার।
এদিন ভারতীয় হাইকমিশন ঢাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। আন্তর্জাতিক যোগ দিবস-২০২০ উদযাপনে ভারত সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয় হাই কমিশন, আয়ুশ মন্ত্রক এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর কোভিড ১৯-এর বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন বিধিনিষেধের কারণে ভারত সরকার অনলাইনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে ফেসবুক, ইনস্টগ্রাম ও টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহান করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং যোগিক অনুশীলনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুপরিচিত। নিয়মিত যোগাভ্যাস কেবল মানসিক চাপ কমাতে নয়, স্বাস্থ্যের উন্নতিতেও কার্যকর। বাংলাদেশের সব অপেশাদার এবং পেশাদার যোগাভ্যাসকারী এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের জীবনের যোগের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পায়।
এই প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে ৬টি পৃথক বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পেশাদার বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম হন রাবেয়া খাতুন অর্থী এবং পুরুষ বিভাগে মাজহারুল আলম। ১৮ বছরের বেশি বয়সী (প্রাপ্ত বয়স্ক) বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম শাহনাজ বেগম এবং পুরুষ ক্যাটাগরিতে স্বরূপ মজুমদার। অন্যদিকে ১৮ বছরের কমবয়সীদের যুব বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আফিফা হোসেন অর্পা এবং পুরুষ ক্যাটাগরিতে মানসিফ হেলাল। বিজয়ীরা আর্থিক পুরস্কার লাভের পাশাপাশি আমার জীবন আমার যোগ ভিডিও ব্লগিংয়ের বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্যও মনোনীত হয়েছেন।