আজ বাজেট পাস

- আপডেট সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে বাজেট পেশ করেন। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগান নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। দেশের ৫৩তম এই বাজেটের আকার বাড়ছে ৪ দশমিক ৬ শতাংশ। বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ পাস হচ্ছে প্রস্তাবিত এই বাজেট।
রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। পরে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হবে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর অর্থমন্ত্রী হিসেবে এটি প্রথম বাজেট হতে যাচ্ছে।
শনিবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অর্থ বিল পাসের জন্য প্রস্তাব করেন। এর পর বিলটি কণ্ঠ ভোটে স্থিরীকৃত আকারে পাস হয়।
এদিকে বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের সদস্যরা। পরে প্রস্তাবগুলোর উপর আলোচনার পর তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
এছাড়া বিরোধী দল ও সরকারি দলের সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাবও আনেন বিলটির ওপর। এ সংশোধনী প্রস্তাবগুলোয় বেশ কয়েকটি প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। এর পর বিলটি পাস হয়। আগামীকাল রোববার (৩০ জুন) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পাস করা হবে।
অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।