আকাশ থেকে মাঠে পড়ল বরফ বল
- আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ঘটনাটা অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব রাজ্য ভিক্টোরিয়ায়। গত মঙ্গলবার সকালে সেখানকার বেলভোর পার্ক গলফ ক্লাব মাঠে বড় আকারের একটি বরফ বল পাওয়া গেছে। অবস্থা দেখে আপাতত এটা নিশ্চিত হওয়া গেছে, এটা আকাশ থেকে পড়েছে।
কেউ হতাহত না হলেও এ ঘটনা নিয়ে দেখা দিয়েছে নানা কৌতূহল। কোথা থেকে পড়ল এই বরফের বল। উড়োজাহাজ থেকে, নাকি অন্য কিছু? মাটিতে পড়ার পর বরফ বলটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। চারদিকে এর ছোট ছোট খণ্ড ১৬০ ফুট দূর পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।
বেলভোর পার্ক গলফ ক্লাবের তত্ত্বাবধায়ক ডিলান নাইট বলেন, মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি বরফ পড়ার খবর পান। প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন, রাতভর ঠান্ডায় মাঠে পানি দেওয়ার কৃত্রিম যন্ত্রগুলো জমে এই বরফের সৃষ্টি হয়েছে।
তবে ঘটনাস্থলে বৃহৎ আকারের বরফ বল দেখে তার সে ভাবনা পাল্টে যায়। তিনি বলেন, যেখানে বরফ বলটি পড়েছে, সেখানে মাটি ৮ ইঞ্চি দেবে গেছে। এর থেকে ধারণা করা যায়, এটি আকাশের অনেক উঁচু থেকে পড়েছে।
ডিলান নাইট বলেন, কোথা থেকে এই বরফ বল এল, এ নিয়ে তাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। অবশেষে একটি সমাপনী টেনেছেন তারা, এটি উড়োজাহাজ থেকে পড়েছে।
উড়ন্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বরফ পড়াকে মেগাক্রাইওমিটিওরস বলা হয়। বিভিন্ন সময়ে মাটিতে এমন বরফ পড়ার ঘটনা ঘটে।
উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞ জিওফ্রে টমাস বলেন, বাণিজ্যিক ফ্লাইটগুলো থেকে ‘ডি-আইসিং’ পদ্ধতি ব্যবহার করে বরফ ফেলা হয়। তবে মাটিতে পড়ার আগেই ওই বরফ গলে যাওয়ার কথা। তিনি বলেন, এমন বরফ কোনো ব্যক্তির ওপর পড়েছে, তা তিনি কখনো শোনেননি। তবে এমনটি যে কখনো ঘটবে না, তা-ও বলা যাচ্ছে না।