ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার পথে কারামুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হওয়ার পর মুক্তি পেয়েই অস্ট্রেলিয়ায় ছুটেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার (২৬ জুন) একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

ফ্লাইট লগ অনুযায়ী, সেখানে অ্যাসাঞ্জ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল সাইপানের একটি আদালত থেকে মার্কিন গোয়েন্দা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন অ্যাসাঞ্জ। এর পর একটি চুক্তিতে তাকে মুক্তি দেওয়া হয়। এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করে মার্কিন বিচার বিভাগ।

তিন ঘণ্টার শুনানির সময় অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হন। তবে তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, বাক স্বাধীনতা বিষয়ক মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী তার কার্যকলাপকে বৈধতা দেয়।

অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী ব্যারি পোলাক আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, উইকিলিকসের কাজ অব্যাহত থাকবে।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনও প্রশ্নের উত্তর না দিয়েই টিভি ক্যামেরা এবং ফটোগ্রাফারদের ভিড়ের মধ্য দিয়ে আদালত ত্যাগ করেন। এর পর একটি সাদা এসইউভি গাড়িতে উঠে চলে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়ার পথে কারামুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ

আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

 

যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হওয়ার পর মুক্তি পেয়েই অস্ট্রেলিয়ায় ছুটেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার (২৬ জুন) একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

ফ্লাইট লগ অনুযায়ী, সেখানে অ্যাসাঞ্জ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল সাইপানের একটি আদালত থেকে মার্কিন গোয়েন্দা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন অ্যাসাঞ্জ। এর পর একটি চুক্তিতে তাকে মুক্তি দেওয়া হয়। এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করে মার্কিন বিচার বিভাগ।

তিন ঘণ্টার শুনানির সময় অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হন। তবে তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, বাক স্বাধীনতা বিষয়ক মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী তার কার্যকলাপকে বৈধতা দেয়।

অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী ব্যারি পোলাক আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, উইকিলিকসের কাজ অব্যাহত থাকবে।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনও প্রশ্নের উত্তর না দিয়েই টিভি ক্যামেরা এবং ফটোগ্রাফারদের ভিড়ের মধ্য দিয়ে আদালত ত্যাগ করেন। এর পর একটি সাদা এসইউভি গাড়িতে উঠে চলে যান।