হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
চব্বিশের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে তাঁকে ফাঁসির দণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের পর হাসিনাসহ অন্যান্য দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে দিতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে সে চিঠির কোনো ইতিবাচক জবাব এখনও পায়নি ঢাকা।
শুক্রবার চার দিনের সরকারি সফরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি।
তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে ভারত পরীক্ষা–নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও (৫ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা।
নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, এর কার্যক্রম দ্রুত শুরু করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে প্রকল্পটি সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।




















