লাল-সবুজ বাসে চড়ে বাবার সমাধির পথে তারেক রহমান
- আপডেট সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর আবেগঘন এক যাত্রায় শামিল হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে লাল-সবুজ রঙের একটি বাসে করে রওনা হন তিনি।
দুপুর ২টা ৫৫ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমানের এই যাত্রা শুরু হয়। জাতীয় পতাকার রঙে সাজানো বাসটি যখন গুলশান ছেড়ে শেরেবাংলা নগরের পথে এগিয়ে যায়, তখন তা যেন শুধু একটি যাত্রাই নয়, দীর্ঘ অপেক্ষা, স্মৃতি ও আবেগের বহিঃপ্রকাশে পরিণত হয়।
দীর্ঘ সময় পর পিতার কবর জিয়ারতকে কেন্দ্র করে শেরেবাংলা নগর ও চন্দ্রিমা উদ্যান এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সেখানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
যাত্রাপথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এর আগের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। সেখান থেকে গুলশানের বাসায় ওঠেন তিনি।
লাল–সবুজ বাসে করে বাবার সমাধির পথে তারেক রহমানের এই যাত্রা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আবেগ, স্মৃতি ও প্রত্যাবর্তনের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে।




















