সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র থেকে পৌঁছাল আরও ১০ লাখ ডোজ টিকা
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছালো ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ ডোজ টিকা। বুধবার বিকেল সাড়ে ৫টার নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা এসব টিকা গ্রহণ করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ আর মিলারসহ মন্ত্রক ও অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ মে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। আর সর্বশেষ সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।





















