ময়মনসিংহে শেখ হাসিনার শতাধিক প্রকল্প উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বিশাল জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন : ছবি সংগ্রহ
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের ময়মনসিংহ সফর করেন। সেখানে তিনি বিশাল জনসমাবেশে যোগ দেন এবং শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসমাবেশে এদিন বেলা আড়াইটা নাগাদ পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। এর পর সেখান থেকে জেলা সার্কিট হাউজ মাঠে গিয়ে এক সঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।
জনসভাস্থল থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মধ্যে ৭৩টি উন্নয়ন প্রকল্প নির্মাণ সমাপ্ত হয়েছে। আর ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।
দীর্ঘ চার বছর পর ময়মনসিংহ সফর করে শেখ হাসিনা। তিনি সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আকাশ-বাতাস কাঁপিয়ে স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান লাখো জনতা। এসময় সেøাগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান। সকাল থেকেই দুরদূরান্ত জনসভাস্থলে পৌছাতে শুরু করেন নেতাকর্মী ও সমর্থকরা। জনসমাবেশ ঘিরে ছিল মানব ঢল। মিছিলে মিছিলে ময়মনসিংহের মাটিও যেন বিভাগের চার জেলার নেতাকর্মীরা।
২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউজের জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি।



















