মাংস আমদানি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : ফরিদা আকতার

- আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার বলেছেন, মাংস আমদানি করতে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। তারা এটাও বলছে, আমদানি করা না হলে, বিশ্ব বাণিজ্য সংস্থায় এটি অভিযোগ আকারে যাবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ট্যারিফ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র মাংস আমদানি করতে চাপ দিচ্ছে।
অবশ্য যুক্তরাষ্ট্র থেকে মাংস আনলে ৩০০ টাকা কেজি দরে খাওয়ানো যাবে। বাজারে ৭০০ থেকে ৮০০ টাকায় গো মাংস বিক্রি হচ্ছে। আমরা মনে করছি, বাংলাদেশে ৯০ শতাংশ মুসলিম এবং এটি হালাল কিনা, এর উত্তরে তারা বলছে, বাংলাদেশ থেকে ৩০ হাজার মওলানা নিয়ে গিয়ে হালাল কায়দায় জবাই করে পাঠাবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষিটাকে দখলে নিতে চায় বলেও দাবি করেন এই উপদেষ্টা।
ব্রাজিল ও জাপান তো অনুরোধ করে, কিন্তু যুক্তরাষ্ট্র বলে কথাই বলতে পারবে না, মানতেই হবে। এরকম একটা অবস্থায় আছি জানিয়ে এই উপদেষ্টা বলেন, নন-ডিসক্লোজারর এগ্রিমেন্টের বিষয়ে আমার মত হলো একজন নাগরিক হিসেবে এটি আমরা গ্রহণ করতে পারি না। এরইমধ্যে আমেরিকানদের সঙ্গে যত কথাবার্তা হয়েছে, তারমধ্যে তারা কৃষিতে জিএমও (জেনেটিক্যালি মোডিফায়েড অর্গানিজম) এনেই ছাড়বে।
কিন্তু আমেরিকানদের সঙ্গে যতই কথাবার্তা হচ্ছে, দেখা যাচ্ছে তাদের জিএমও আনার জন্য কৃষিটাকে তারা দখলে নিয়ে নেবে এবং কোম্পানিগুলো চলে আসবে। বুধবার ঢাকায় নাগরিক উদ্যোগ আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ শীর্ষক এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন উপদেষ্টা।