ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: কর্মকর্তাদের আর্চারিতে চ্যাম্পিয়ন কিবরিয়া
- আপডেট সময় : ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
আমিনুল হক ভূইয়া, ঢাকা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় অনুষ্ঠিত চলমান ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব এবার অংশ নেন ডিআরইউ’র কর্মকর্তা-কর্মচারিরা। রোববার (১৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় অফিস কর্মকর্তা-কর্মচারিদের আর্চারি ইভেন্ট, অংশগ্রহণকারীদের দক্ষতা ও মনোযোগের এক অনন্য প্রদর্শনী দেখা যায়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ডিআরইউ’র হিসাব রক্ষক মো. গোলাম কিবরিয়া, তিনটি তীর ছুঁড়ে তিনি অর্জন করেন সর্বোচ্চ ১৯ পয়েন্ট। দ্বিতীয় স্থান অধিকার করেন অফিস সহকারী মো. ফিরোজ হাওলাদার, যিনি অর্জন করেন ১৭ পয়েন্ট। আর ১৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন আইটি কর্মকর্তা বাপ্পী খান।
ক্রীড়া উৎসব পরিচালনা করেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। প্রতিযোগিতায় উপস্থিত সহকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে বিজয়ীদের অভিনন্দন জানান।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক জানান, সাংবাদিকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারিদেরও এই উৎসবে যুক্ত করা হয়েছে সৌহার্দ্য, বন্ধুত্ব ও অংশগ্রহণমূলক আনন্দ ছড়িয়ে দিতে। ক্রীড়ার মাধ্যমে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ ও দলগত চেতনা আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসবের অংশ হিসেবে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে দাবা, ক্যারম ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।



















