ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনই
- আপডেট সময় : ০১:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
২৬-এর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তিনি জানান শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায়।
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কঠিন হলেও অসম্ভব নয়। তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের পরিবর্তে এখন প্রয়োজন জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা-যেখানে প্রতিটি নাগরিকের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।
সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, এই লড়াই সহজ হবে না। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তাকে নতুন করে শক্তি দিচ্ছে। তাদের রক্তের ঋণ শোধ করতে হবে দেশ পুনর্গঠনের মাধ্যম–এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।
প্রচলিত রাজনৈতিক বাস্তবতায় নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন আসিফ মাহমুদ। বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই, নেই বিশাল কর্মী বাহিনী বা দরকারি অর্থ। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আমার দায়বদ্ধতাও থাকবে কেবল আপনাদের প্রতি।
নিজেকে শুধু সংসদ সদস্য প্রার্থী নয়, একই সঙ্গে গণভোটের প্রার্থী হিসেবেও উল্লেখ করেন তিনি। জনগণের উদ্দেশে বলেন, এত রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে যে সুযোগ এসেছে দেশ সংস্কারের-তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।
ঢাকা-১০ আসনের নির্বাচনী মাঠে তার এই স্বতন্ত্র ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে, যেখানে প্রচলিত রাজনীতির বাইরে পরিবর্তনের নতুন ভাষা খুঁজে পাচ্ছেন অনেক তরুণ ও সাধারণ ভোটার।




















