চলতি মাসেই রাশিয়ার টিকা পৌছাবে ঢাকায়
- আপডেট সময় : ০৭:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
রাশিয়ার স্পুটনিক-৫
চলতি জুলাই মাস থেকেই রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক-৫ ঢাকায় পৌছানোর বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাশিয়ার থেকে টিকা কেনার সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন।
আশা করা হচ্ছে, জুলাই মাসেই টিকার চালান ঢাকায় পৌছাবে। মঙ্গলবার এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রীর মনে করেন, রাশিয়ার সঙ্গে আমরা অনেকদিন কাজ করেছি। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছেন। এখন আমরা অপেক্ষায় রয়েছি। করে নাগাদ কী পরিমাণ টিকা দেবেন।
তারা যখনই জানাবে, তখনই আমাদের প্রক্রিয়া শুরু করে দেব। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে।
গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। সেদিন বিষয়টি ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
এর আগে স্পুটনিক-৫ জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করে কোভিড-১৯ টেকনিক্যাল কমিটি।



















