ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

কুমিরের পেটে নিখোঁজ জেলের দেহাবশেষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন অস্ট্রেলীয় জেলে কেভিন ডারমোডি। দুই দিন খোঁজের পর সোমবার একটি কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, এটি কেভিন ডারমোডিরই দেহাবশেষ। কেপ ইয়র্কের বাসিন্দা ডারমোডি অভিজ্ঞ জেলে

 

অনলাইন ডেস্ক

কেপ ইয়র্কের বাসিন্দা ডারমোডি পেশায় একজন অভিজ্ঞ জেলে। শনিবার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডে কেনেডি নদীতে কেনেডি বেন্ট এলাকায় ডারমোডিকে দেখা গিয়েছিল। কেনেডি বেন্ট এলাকাটি লোনাপানির কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।

ডারমোডির সন্ধানে ওই এলাকায় দুই দিন ধরে অভিযান চালানোর পর সোমবার পুলিশ দুটি কুমিরকে হত্যা করে এবং মানুষের দেহাবশেষ উদ্ধার করে।

ঘটনাটা গত শনিবারের। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন অস্ট্রেলীয় জেলে কেভিন ডারমোডি। এসময় নিখোঁজ হন তিনি। তার খোঁজে দুই দিন অভিযান চালানো হয়। গত সোমবার একটি কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হয়। পুলিশ বলছে, এটি কেভিন ডারমোডিরই দেহাবশেষ।

ওই দেহাবশেষ ডারমোডিরই কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। তবে পুলিশ বলেছে, ৬৫ বছর বয়সী এ জেলেকে খোঁজে চালানো অভিযানের মর্মান্তিক সমাপ্তি ঘটেছে।

সোমবার দুটি কুমিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলোর একটির দৈর্ঘ্য ৪ দশমিক ১ মিটার (১৩.৪ ফুট) এবং আরেকটির ২ দশমিক ৮ মিটার। ডারমোডি যে এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কুমিরগুলোকে হত্যা করা হয়েছে।

দুটি কুমিরের মধ্যে একটি কুমিরের পেটের ভেতরে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তাদের ধারণা, দুটি কুমির মিলে ডারমোডিকে খেয়েছে।

ডারমোডির ওপর কখন কুমিরের হামলা হয়েছে, তা তার সঙ্গে থাকা জেলেরা দেখেননি। তারা তাঁর চিৎকার শুনেছেন। এর আগে পানির মধ্যে প্রচণ্ড রকমের ঝাঁকুনির শব্দ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম কেপ ইয়র্ক উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ডারমোডির বন্ধু জন পিটি বলেন, আমি হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছি…তবে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তীরে শুধু তার স্যান্ডেল পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় কুমির দেখতে পাওয়া খুব সাধারণ ঘটনা হলেও কুমিরের হামলার ঘটনা বিরল। ডারমোডির ঘটনাটিসহ ১৯৮৫ সালের পর এ নিয়ে ১৩ বার মানুষের ওপর কুমিরের হামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিরের পেটে নিখোঁজ জেলের দেহাবশেষ

আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন অস্ট্রেলীয় জেলে কেভিন ডারমোডি। দুই দিন খোঁজের পর সোমবার একটি কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, এটি কেভিন ডারমোডিরই দেহাবশেষ। কেপ ইয়র্কের বাসিন্দা ডারমোডি অভিজ্ঞ জেলে

 

অনলাইন ডেস্ক

কেপ ইয়র্কের বাসিন্দা ডারমোডি পেশায় একজন অভিজ্ঞ জেলে। শনিবার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডে কেনেডি নদীতে কেনেডি বেন্ট এলাকায় ডারমোডিকে দেখা গিয়েছিল। কেনেডি বেন্ট এলাকাটি লোনাপানির কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।

ডারমোডির সন্ধানে ওই এলাকায় দুই দিন ধরে অভিযান চালানোর পর সোমবার পুলিশ দুটি কুমিরকে হত্যা করে এবং মানুষের দেহাবশেষ উদ্ধার করে।

ঘটনাটা গত শনিবারের। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন অস্ট্রেলীয় জেলে কেভিন ডারমোডি। এসময় নিখোঁজ হন তিনি। তার খোঁজে দুই দিন অভিযান চালানো হয়। গত সোমবার একটি কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হয়। পুলিশ বলছে, এটি কেভিন ডারমোডিরই দেহাবশেষ।

ওই দেহাবশেষ ডারমোডিরই কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। তবে পুলিশ বলেছে, ৬৫ বছর বয়সী এ জেলেকে খোঁজে চালানো অভিযানের মর্মান্তিক সমাপ্তি ঘটেছে।

সোমবার দুটি কুমিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলোর একটির দৈর্ঘ্য ৪ দশমিক ১ মিটার (১৩.৪ ফুট) এবং আরেকটির ২ দশমিক ৮ মিটার। ডারমোডি যে এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কুমিরগুলোকে হত্যা করা হয়েছে।

দুটি কুমিরের মধ্যে একটি কুমিরের পেটের ভেতরে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তাদের ধারণা, দুটি কুমির মিলে ডারমোডিকে খেয়েছে।

ডারমোডির ওপর কখন কুমিরের হামলা হয়েছে, তা তার সঙ্গে থাকা জেলেরা দেখেননি। তারা তাঁর চিৎকার শুনেছেন। এর আগে পানির মধ্যে প্রচণ্ড রকমের ঝাঁকুনির শব্দ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম কেপ ইয়র্ক উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ডারমোডির বন্ধু জন পিটি বলেন, আমি হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছি…তবে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তীরে শুধু তার স্যান্ডেল পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় কুমির দেখতে পাওয়া খুব সাধারণ ঘটনা হলেও কুমিরের হামলার ঘটনা বিরল। ডারমোডির ঘটনাটিসহ ১৯৮৫ সালের পর এ নিয়ে ১৩ বার মানুষের ওপর কুমিরের হামলা হয়েছে।