ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ

একঘেয়ে লেবুর রস নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

একঘেয়ে লেবুর রস নয়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভিটামিন সি-তে ভরপুর লেবু শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি রোজ ডায়েটেও লেবু থাকা জরুরি বলে মনে করা হয়। ম্যাগনেসিয়াম, পটাসিয়ামেও ভরপুর লেবু। প্রবল গরমে শরীর সুস্থ রাখতে লেবুর উপযোগিতা অনেক।

কিন্তু প্রতিদিন খাবার পাতে পাতিলেবু চিপে খাওয়াটা যদি একঘেয়ে হয়ে থাকে, তা হলে বরং বানিয়ে নিতে পারেন মকটেল থেকে আইসক্রিম, সুস্বাদু রকমারি পদ।ণীটঘুম থেকে উঠেই ঠান্ডা পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিতে পারেন। যদি ওজন কমাতে চান, তা হলে ঈষদুষ্ণ জলেও পাতিলেবু চিপে খেতে পারেন।

লেবুর আইসক্রিম

লেবুর রস পানিতে মিশিয়ে, স্বাদ মতো বিটনুন ও সঙ্গে মধু মিশিয়ে শরবত করে নিন। তার পর আইসক্রিম বসানোর যে কোনও ছাঁচে ঢেলে জমিয়ে নিন। তৈরি হয়ে যাবে লেবুর আইসক্রিম।

স্যালাডে লেবু

পছন্দের সব্জি দিয়ে স্যালাড বানিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন লেবুর রস ও অলিভ অয়েল, নুন ও গোলমরিচের গুঁড়ো।

লেবুর খোসার নির্যাস

মুরগির মাংস বা অন্যান্য খাবার বা দইয়ের ঘোলের মধ্যে যদি লেবুর খোসার উপরের অংশ একটু মিশিয়ে দেওয়া যায়, গন্ধ ও স্বাদ দুটোই পাল্টে যায়। আবার লেবুর গুণাগুণও তাতে মিশে যায়। এ ছাড়া স্যালাড বা কেক বেকিংয়ের সময়ও তা ব্যবহার করা যেতে পারে।

লেবুর শরবত

প্রবল গরম থেকে এসে এক গ্লাস ঠান্ডা পাতিলেবুর শরবত খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। গরমে ঘামে শরীর থেকে নুন বেরিয়ে যায়। ক্লান্তি ভাব দেখা দেয়। পাতিলেবুর রস, নুন, ও চিনি বা মধু দিয়ে শবরত বানিয়ে খেলে তা যেমন দ্রুত শরীরে জলের ঘাটতি পূরণ করে, তেমনই দ্রুত শক্তিও জোগায়।

লেবু মেশানো পানি

গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে লেবু ও অন্যান্য ফল মেশানো পানি খুব উপকারী। একটি কাচের বোতলে পানি নিয়ে তাতে ধুয়ে রাখা পাতিলেবু গোল গোল করে কেটে মিশিয়ে দিন। স্ট্রবেরি, শসা বা অন্য যে কোনও পছন্দের ফল আর পুদিনা পাতা তাতে মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর এই পানি পান করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একঘেয়ে লেবুর রস নয়

আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

 

ভিটামিন সি-তে ভরপুর লেবু শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি রোজ ডায়েটেও লেবু থাকা জরুরি বলে মনে করা হয়। ম্যাগনেসিয়াম, পটাসিয়ামেও ভরপুর লেবু। প্রবল গরমে শরীর সুস্থ রাখতে লেবুর উপযোগিতা অনেক।

কিন্তু প্রতিদিন খাবার পাতে পাতিলেবু চিপে খাওয়াটা যদি একঘেয়ে হয়ে থাকে, তা হলে বরং বানিয়ে নিতে পারেন মকটেল থেকে আইসক্রিম, সুস্বাদু রকমারি পদ।ণীটঘুম থেকে উঠেই ঠান্ডা পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিতে পারেন। যদি ওজন কমাতে চান, তা হলে ঈষদুষ্ণ জলেও পাতিলেবু চিপে খেতে পারেন।

লেবুর আইসক্রিম

লেবুর রস পানিতে মিশিয়ে, স্বাদ মতো বিটনুন ও সঙ্গে মধু মিশিয়ে শরবত করে নিন। তার পর আইসক্রিম বসানোর যে কোনও ছাঁচে ঢেলে জমিয়ে নিন। তৈরি হয়ে যাবে লেবুর আইসক্রিম।

স্যালাডে লেবু

পছন্দের সব্জি দিয়ে স্যালাড বানিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন লেবুর রস ও অলিভ অয়েল, নুন ও গোলমরিচের গুঁড়ো।

লেবুর খোসার নির্যাস

মুরগির মাংস বা অন্যান্য খাবার বা দইয়ের ঘোলের মধ্যে যদি লেবুর খোসার উপরের অংশ একটু মিশিয়ে দেওয়া যায়, গন্ধ ও স্বাদ দুটোই পাল্টে যায়। আবার লেবুর গুণাগুণও তাতে মিশে যায়। এ ছাড়া স্যালাড বা কেক বেকিংয়ের সময়ও তা ব্যবহার করা যেতে পারে।

লেবুর শরবত

প্রবল গরম থেকে এসে এক গ্লাস ঠান্ডা পাতিলেবুর শরবত খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। গরমে ঘামে শরীর থেকে নুন বেরিয়ে যায়। ক্লান্তি ভাব দেখা দেয়। পাতিলেবুর রস, নুন, ও চিনি বা মধু দিয়ে শবরত বানিয়ে খেলে তা যেমন দ্রুত শরীরে জলের ঘাটতি পূরণ করে, তেমনই দ্রুত শক্তিও জোগায়।

লেবু মেশানো পানি

গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে লেবু ও অন্যান্য ফল মেশানো পানি খুব উপকারী। একটি কাচের বোতলে পানি নিয়ে তাতে ধুয়ে রাখা পাতিলেবু গোল গোল করে কেটে মিশিয়ে দিন। স্ট্রবেরি, শসা বা অন্য যে কোনও পছন্দের ফল আর পুদিনা পাতা তাতে মিশিয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর এই পানি পান করুন।