ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

অবশেষে বরখাস্ত হলেন জাভি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

অবশেষে বরখাস্ত হলেন জাভি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চলতি বছরের শুরুতেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা থেকে যাওয়ার অনুরোধ করলে নিজের মত পরিবর্তন করেন জাভি। ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি, গত এপ্রিলে বিষয়টি নিশ্চিত করেন জাভি ও লাপোর্তা। কিন্তু লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচের আগে বরখাস্ত হলেন কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার (২৪ মে) নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জাভিকে বরখাস্ত করার কথা জানিয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এদিন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার ডাকে সাড়া দিয়ে সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভির উপস্থিতিতে একটি সভা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪-২৫ মৌসুমে আর ক্লাবটির কোচ থাকছেন না জাভি। অর্থাৎ জুনে শেষ হতে যাওয়া চলতি মৌসুমই তার বিদায়।

বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, এফসি বার্সেলোনা জাভিকে তার কোচের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে বার্সার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অতুলনীয় ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা, যা হতে যাচ্ছে চলতি মৌসুম এবং জাভির অধীনে শেষ ম্যাচ। শিগগিরই ক্লাবের নতুন কোচের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফ্লিকের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন বার্সা কর্মকর্তা ডেকো (বার্সার স্পোর্টিং ডিরেক্টর)। এমনকি সেখানে তার সঙ্গে ফ্লিকের মৌখিক চুক্তিও হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। ইতোমধ্যে বার্সেলোনা নিয়ে নাকি নিজের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন এই জার্মান ট্যাকটিশিয়ান। বার্সা সভাপতি লাপোর্তাসহ ক্লাবের উচ্চমহল সেই পরিকল্পনায় বেশ সন্তুষ্ট।

বায়ার্ন মিউনিখের ট্রেবলজয়ী কোচ ছিলেন ফ্লিক। তবে কাতার বিশ্বকাপে তার অধীনে জার্মান জাতীয় দলের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করে দেওয়া হয়। এরপর আর নতুন করে কারও দায়িত্ব নেননি তিনি। জাভি বার্সা ছাড়লে তার জায়গায় ফ্লিককে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। স্পেনের মার্কা, মুন্দো ডিপার্তিবো–সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বার্সা–ফ্লিক দুপক্ষই নতুন কোচ হওয়ার বিষয়ে আগ্রহী বলে খবর দিয়েছে। যদিও তারা চুক্তির বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি। তবে ফ্লিকের দল পরিচালনার ধরন ও ফরমেশন নিয়ে আলোচনা চলছে জোরেশোরে।

এর আগে একটি মন্তব্যের কারণে জাভিকে ২০২৫ সাল পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বার্সা। ক্লাবের অর্থনৈতিক সংকটের কথা প্রকাশ্যে উল্লেখ করে জাভি বলেছিলেন— ‘আমরা রিয়ালের সঙ্গে লড়াই করার চেষ্টা করব। ভক্তদের বুঝতে হবে যে, পরিস্থিতি খুবই কঠিন। আমাদের আর্থিক অবস্থা ২৫ বছর আগের মতো নেই। আমরা চাইলেই একে-ওকে কিনে ফেলতে পারি না। ভক্তদের এটা বুঝতে হবে। তার মানে এই নয় যে, আমরা লড়াই করবো না। এর জন্য আমাদের স্থির হওয়া দরকার, সময় দরকার।’

উল্লেখ্য, বার্সেলোনার লা মাসিয়া থেকে ওঠে আসা জাভি ক্লাবটির জার্সিতে খেলেছেন ১৭ বছর। এরপর ৪ বছর কাতারি ক্লাব আল–সাদে খেলার পর তিনি ফুটবল থেকে অবসর নেন এবং ম্যানেজারের দায়িত্ব নেন ২০১৯ সালে। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার ডাগআউটের দায়িত্ব নেন জাভি। প্রথম মৌসুমে তার অধীনে কাতালানরা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে। তবে এবার ট্রফিহীন মৌসুম শেষে লা লিগায় তাদের অবস্থান ছিল দুইয়ে। সবমিলিয়ে জাভির অধীনে বার্সা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে বরখাস্ত হলেন জাভি

আপডেট সময় : ১২:০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

 

চলতি বছরের শুরুতেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা থেকে যাওয়ার অনুরোধ করলে নিজের মত পরিবর্তন করেন জাভি। ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি, গত এপ্রিলে বিষয়টি নিশ্চিত করেন জাভি ও লাপোর্তা। কিন্তু লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচের আগে বরখাস্ত হলেন কোচ জাভি হার্নান্দেজ। শুক্রবার (২৪ মে) নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জাভিকে বরখাস্ত করার কথা জানিয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এদিন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার ডাকে সাড়া দিয়ে সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভির উপস্থিতিতে একটি সভা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪-২৫ মৌসুমে আর ক্লাবটির কোচ থাকছেন না জাভি। অর্থাৎ জুনে শেষ হতে যাওয়া চলতি মৌসুমই তার বিদায়।

বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, এফসি বার্সেলোনা জাভিকে তার কোচের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে বার্সার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অতুলনীয় ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা, যা হতে যাচ্ছে চলতি মৌসুম এবং জাভির অধীনে শেষ ম্যাচ। শিগগিরই ক্লাবের নতুন কোচের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফ্লিকের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন বার্সা কর্মকর্তা ডেকো (বার্সার স্পোর্টিং ডিরেক্টর)। এমনকি সেখানে তার সঙ্গে ফ্লিকের মৌখিক চুক্তিও হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। ইতোমধ্যে বার্সেলোনা নিয়ে নাকি নিজের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন এই জার্মান ট্যাকটিশিয়ান। বার্সা সভাপতি লাপোর্তাসহ ক্লাবের উচ্চমহল সেই পরিকল্পনায় বেশ সন্তুষ্ট।

বায়ার্ন মিউনিখের ট্রেবলজয়ী কোচ ছিলেন ফ্লিক। তবে কাতার বিশ্বকাপে তার অধীনে জার্মান জাতীয় দলের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করে দেওয়া হয়। এরপর আর নতুন করে কারও দায়িত্ব নেননি তিনি। জাভি বার্সা ছাড়লে তার জায়গায় ফ্লিককে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। স্পেনের মার্কা, মুন্দো ডিপার্তিবো–সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বার্সা–ফ্লিক দুপক্ষই নতুন কোচ হওয়ার বিষয়ে আগ্রহী বলে খবর দিয়েছে। যদিও তারা চুক্তির বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি। তবে ফ্লিকের দল পরিচালনার ধরন ও ফরমেশন নিয়ে আলোচনা চলছে জোরেশোরে।

এর আগে একটি মন্তব্যের কারণে জাভিকে ২০২৫ সাল পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বার্সা। ক্লাবের অর্থনৈতিক সংকটের কথা প্রকাশ্যে উল্লেখ করে জাভি বলেছিলেন— ‘আমরা রিয়ালের সঙ্গে লড়াই করার চেষ্টা করব। ভক্তদের বুঝতে হবে যে, পরিস্থিতি খুবই কঠিন। আমাদের আর্থিক অবস্থা ২৫ বছর আগের মতো নেই। আমরা চাইলেই একে-ওকে কিনে ফেলতে পারি না। ভক্তদের এটা বুঝতে হবে। তার মানে এই নয় যে, আমরা লড়াই করবো না। এর জন্য আমাদের স্থির হওয়া দরকার, সময় দরকার।’

উল্লেখ্য, বার্সেলোনার লা মাসিয়া থেকে ওঠে আসা জাভি ক্লাবটির জার্সিতে খেলেছেন ১৭ বছর। এরপর ৪ বছর কাতারি ক্লাব আল–সাদে খেলার পর তিনি ফুটবল থেকে অবসর নেন এবং ম্যানেজারের দায়িত্ব নেন ২০১৯ সালে। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার ডাগআউটের দায়িত্ব নেন জাভি। প্রথম মৌসুমে তার অধীনে কাতালানরা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে। তবে এবার ট্রফিহীন মৌসুম শেষে লা লিগায় তাদের অবস্থান ছিল দুইয়ে। সবমিলিয়ে জাভির অধীনে বার্সা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পেয়েছে।