Trial run in August : আগস্ট মাসেই ৮টি রুটে ট্রয়াল রান সম্পন্ন করবে ভারত
- আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ২৯৪ বার পড়া হয়েছে
ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে
বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তরপূর্বাঞ্চলে পণ্যপরিবহনে ৮টি অনুমোদিত রুট রয়েছে। যার মধ্যে রয়েছে, চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে আগরতলা-আখাউড়া, ডাউকি-তামাবিল, সুতারকান্দি-শেওলা, বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং বিপরীতের চারটি রুট।
২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় চুক্তিটি কার্যকর করার জন্য একটি SOP স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অধীনে চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা রুটে প্রথম ট্রায়াল মুভমেন্ট ২০২০ সালের জুলাই মাসে পরিচালিত হয়।
চুক্তির অনুযায়ী অনুমোদিত রুটে ট্রায়াল রান করা হবে। এর ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টের শেষের দিকে মংলা-শেওলা-সুতারকান্দি রুটে আরেকটি ট্রায়াল রান করা হবে। ট্রয়াল রান তথা পরীক্ষামূলক পণ্যপরিবহন সমাপ্ত হবার পর উভয় সরকারের মধ্যে বছরের শুরুর দিকে যে সমঝোতা হয়েছে, সে অনুযায়ী চুক্তির অধীনে পণ্য পরিচালনা এবং নিয়মিত চলাচলের জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় আদেশ/বিজ্ঞপ্তি জারি করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন সংবাদ বার্তায় এ তথ্য জানায়।





















