Punkat phone : তথ্য সুরক্ষায় পাঙ্কট ফোন
- আপডেট সময় : ০৭:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
‘সুরক্ষার দিকে অতিরিক্ত নজর দেওয়া হয়েছে। যে কোন ধরনের হ্যাকিং অ্যাটাক ঠেকানোর জন্য এই ফোনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অথবা ছবি সেভ রাখার কোন প্রয়োজন নেই। ফলে চুরি হওয়ার সম্ভাবনা থাকছে না’
ভয়েস ডিজিটাল ডেস্ক
স্মার্টফোনের সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে বহু দিনের। ফলে স্মার্টফোন থেকে পাঠানো চ্যাট কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ কারণে স্মার্টফোনের থেকে দুরে সরছেন অনেকেই। ইতিমধ্যেই বাজারে এসেছে এমন অনেক ফোন যা ব্যবহার করে সুরক্ষিত চ্যাট করা সম্ভব। এমন একটি ফোন পাঙ্কট এমপি০২।
কোম্পানির তরফে বলা হয়েছে, ভয়েস কল ও টেক্সট মেসেজিং ছাড়াও ফোরজি ইন্টারনেট ব্যবহার এবং পাঙ্কট এমপি০২ -এর মাধ্যমে চাইলে নিজের ট্যাবলেট ও কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা সম্ভব।
বিশেষ করে স্মার্টফোন ব্যবহারে আসক্ত হলে ফোনটি আপনাকে সাধারণ জীবন যাপনে ফিরে আসতে সাহায্য করবে। দাবি করা হচ্ছে, ফোনটিতে থাকবে না কোন নোটিফিকেশন, ফলে বার বার আপনার মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে না।
ফোরজি এলটিই কানেক্টিভিটি থাকায় বিশ্বের সকল দেশে ফোনটি সচল থাকবে। খুব সাধারণ ডিজাইনের এই ফোনটিতে পাবেন দুর্দান্ত সাউন্ড ও ব্যাটারি কোয়ালিটি।
পাঙ্কট এমপি০২ -তে থাকছে স্টাইলিশ ডিজাইন। ফোন কল ও মেসেজিংয়ের জন্য পৃথক বাটন থাকছে। এছাড়াও অন্যান্য কাজ করার জন্য রয়েছে একটি সহজ ইউজার ইন্টারফেস। ন্যাভিগেশনের জন্য রয়েছে আপ, ডাউন ও সিলেক্ট বাটন।
সুরক্ষার দিকে অতিরিক্ত নজর দেওয়া হয়েছে। যে কোন ধরনের হ্যাকিং অ্যাটাক ঠেকানোর জন্য এই ফোনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অথবা ছবি সেভ রাখার কোন প্রয়োজন নেই। ফলে চুরি হওয়ার সম্ভাবনা থাকছে না।

























