Myanmar : ফের মিয়ানময়ার সেনাবাহিনীর গোলা বর্ষণ

- আপডেট সময় : ০৭:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে
বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ফের মিয়ানমার সেনাবাহিনীর গোলা বর্ষণের ঘটনায় রবিবার মিয়ানময়ার রাষ্ট্রদূতকে তলব করবে ঢাকা। শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্ত এলাকার পাহাড়ে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দুইটি গোলা এসে পড়ে এবং বিস্ফোরিত হয়। এ নিয়ে বিকেলে সংবাদমাধ্যমকে বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিজিবি বিওপি সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় মিয়ানমারের যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ৮-১০টি গোলা ছোড়া হয়। এ সময় সীমান্তে মহড়া দেয় যুদ্ধবিমানও।
বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, সকাল থেকে মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার আকাশে উড়তে দেখা যায়। এ সময় হেলিকপ্টার ও যুদ্ধবিমান থেকে থেমে থেমে গোলাবর্ষণ করা হয়। এতে মিয়ানমার সেনাবাহিনীর ফায়ার করা কয়েকটি গোলা জিরো পয়েন্টে এসে পড়ে।
ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডে তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি প্রতিপক্ষ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোলাগুলির শব্দে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান ও ২টি ফাইটিং হেলিকপ্টার দেখা যায় এবং এসময় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এর আগে গত ২৮ আগস্ট মিয়ানমার থেকে দুটি মর্টারশেল এসে পড়ে ঘুমধুমের তুমব্রু সীমান্তে। সেগুলো অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।