Modi-Zelensky : নরেন্দ্র মোদী-জেলেনস্কি ফোনালাপ
- আপডেট সময় : ০৯:৩৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবারের মধ্যে তাদের ফোনালাপ হয়। এ সময় ‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন।
দুই নেতার মধ্যে এমন সময় এই আলোচনা হলো, যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চাইছে ভারত। ইউক্রেন যুদ্ধের রাশিয়ার অর্থায়ন সামর্থ্য সীমিত করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
মোদীর সঙ্গে ফোনালাপের পর টুইটারে জেলেনস্কি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। জি-২০ জোটের সভাপতি হিসেবে দেশটির সাফল্য কামনা করেছি। আমি এই প্ল্যাটফর্মেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি।
ফোনালাপের বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ তুলে ধরাসহ ভারতের জি-২০ এর সভাপতিত্বের মূল অগ্রাধিকারগুলো ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংঘাত অবিলম্বে অবসানে নরেন্দ্র মোদী তার অবস্থান ‘দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত’ করেছেন। যেকোনও শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি।
রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।























