Jayashankar: শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকা সফর করবেন জয়শঙ্কর
- আপডেট সময় : ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে
সংবাদ সংস্থা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করতে বৃহস্পতিবার ঢাকা সফর করবেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। নয়াদিল্লীতে সাংবাদিকদের ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বিশেষ বিমানে ঢাকা সফর করবেন এবং ওই দিনই ফিরে আসবেন। শেখ হাসিনাকে ভারত সফরের নরেন্দ্র মোদির আমন্ত্রণের চিঠি নিয়ে যাবেন।
কূটনৈতিক সূত্রের খবর, নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে শেখ হাসিনা সর্বশেষ গত ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বছর উদযাপনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত বছরের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছেন।
কূটনৈতিক সূত্রের খবর, সফরকালে জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ড. মোমেনের দেওয়া আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন।
গত কয়েক মাসে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে অনেক ঘটনা ঘটছে, এমন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরে অনেক মুলতুবি বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত লোগো এবং ব্যাকড্রপ ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এতথ্য জানান। সূত্র বাসস






















