freedom fighter : ৩০০ কিমি পথ হাঁটাবেন ৭০ বছরের মুক্তিযোদ্ধা বিমল পাল
- আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ২৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বিজয়ের মাস ডিসেম্বর। মাসজুড়ে হাজারো কর্মসূচি পালন হয়ে থাকে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম শক্তির স্লোগান। ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবসকে সামনে রেখে সম্প্রীতির বাংলাদেশ স্লোগান নিয়ে ৩০০ কিলোমটিার পথ হাঁটার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল।
এ মুক্তিযোদ্ধার হাঁটার কর্মসূচি শুরু হবে ১ ডিসেম্বর এবং শেষ হবে ১ ডিসেম্বর। মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন থেকে এই ঘোষণা দেন ৭০ বছর বয়সী বিমল পাল। বিমল বাবুর এটি ৪র্থ হাঁটা কর্মসূচি। এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শংকর সাহা, ইয়াজদানী কোরায়শী কাজল এবং পদযাত্রা সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।
বাংলাদেশের সবচেয়ে বড় গৌরব মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক চেতনায়। এই চেতনা বাঙালির রক্তে মিশে আছে। ধর্মের ভিত্তিতে গড়া রাষ্ট্র পাকিস্তান টিকতে পেরেছিল মাত্র ২৩ বছর। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ধর্মরাষ্ট্র থেকে জন্ম হয় বাংলাদেশের।

























