dollar : বিলাসী পণ্যেই ব্যয় হচ্ছে ডলার

- আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ডলার সংকটে যখন নিত্যপণ্য আমদানির জাহাজ খালাস সম্ভব হচ্ছে, সেই সময় জানা গেলো, বিলাসী পণ্য আমদানিতে ব্যয় হচ্ছে ডলার। অথচ অপ্রয়োজনীয় পণ্য আমদানির লাগাম টানতে নির্দেশনা জারি রয়েছে বাংলাদেশের ব্যাংকের।
বিলাসী পণ্যের আমদানি বন্ধ করা উচেৎ বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারণ ডলার সংকটে ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না তারা। ফলে শিল্প-কারখানায় মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল সংকট দেখা দিয়েছে।
আবার গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প-কারখানায় উৎপাদন অনেকাংশে কমে গেছে। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। এতে ব্যবসায়ীদের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ট্যারিফ কমিশন বিলাসী পণ্যের যে তালিকা দিয়েছিল, সেটি ধরে শুল্ক বাড়ানো হলে চলমান ডলার সংকট হতো না। বিলাসী পণ্যের আমদানি বন্ধ করা হোক।
ব্যবসায়ীরা করোনাকালীন যতটা না ক্ষতির মুখে পড়েছেন, এর চেয়ে গ্যাস-বিদ্যুতের বাড়তি দাম, ডলার সংকটে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে তাদের। তাই দেশে চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় ঋণ পরিশোধে ব্যর্থ হলে আগামী জুন পর্যন্ত ব্যবসায়ীদের খেলাপি করা যাবে না।
রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র খুলে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে রিজার্ভ থেকে ডলার সরবরাহের দাবিও জানিয়েছেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা।