Dhaka-Bhanga railway : ৯ মাসের মাথায় ঢাকা-ভাঙ্গা রেলপথে হুইসেল বাজবে, ৪ ঘন্টায় কলকাতা
- আপডেট সময় : ১০:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ২৯৩ বার পড়া হয়েছে
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ঢাকা-ভাঙ্গ রেলসংযোগের স্লিপার স্থাপনের কাজ উদ্বোধন করেন
‘রেলপথ মন্ত্রী জানান, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথে স্লিপার স্থাপনের কাজ এক মাসের মধ্যেই শেষ হবে। ২০২৩ সালের জুন মাসেই ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। শনিবারের এই বার্তায় এলাকাবাসী আনন্দে উদ্বেলিত’
আমিনুল হক, ঢাকা
পদ্মা সেতুকে কেন্দ্র করে দেখা দিয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনীতির নয়া দিগন্তের হাতছানি। পদ্মার সেতুর ওপর দিয়ে রেল লাইনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। পদ্মা সেতু, রেলপথ, সড়ক যোগাযোগ মিলিয়ে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদ্মা সেতু উদ্বোধনের পর কোরবাণীর ঈদে পদ্মাসেতু হয়ে কলকাতায় বিপুল সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করেছেন। একদিকে ঈদের আনন্দ অন্যদিকে পদ্মা হয়ে কলকাতায় বেড়ানো বাড়তি মাত্রা যোগ হয়েছে।
তেমনি ত্রিপুরা থেকেও অনেকে পদ্মাসেতু হয়ে কলকাতা ভ্রমণ করেছেন। ত্রিপুরা খাদি গ্রামোদ্যোগ বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য তার চারজন সহযোগী নিয়ে ঢাকা হয়ে কলকাতায় যান। কথা হলো তার সঙ্গে। জানালেন, পদ্মা সেতু হওয়ায় বাংলাদেশের মানুষের সঙ্গে আমরাও আনন্দিত। আবেগ ধরে রাখতে পারিনি বলে পদ্মাসেতুর ওপর দিয়ে কলকাতা ভ্রমণের ভাবনা।
তেমনি কলকাতার ব্যবসায়ী বিশ্বনাথ চ্যার্টার্জি উচ্ছাস প্রকাশ করে বলেন, আমরা কলকাতার মানুষ খুবই খুশি। অপেক্ষায় ছিলাম কবে নাগাদ পদ্মাসেতু চালু হবে। অবশেষে কাক্সিক্ষত এবং বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের পরই চলে এলাম। পড়শি দেশের এমনি হাজারো মানুষের চোখে জল আনা আবেগ।
পদ্মা সেতু দিয়ে এখন কাঙ্খিত রেলপথ চালুর বিষয়টি অপেক্ষার আরও একটি দিক। রেলপথের কাজের অগ্রগতি সরেজমিন দেখতে সময় পেলেই ছুটে যান বাংলাদেশ রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বাংলাদেশের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। আজ গাজীপুর ডাবল লাইন রেলপথের কাজের অগ্রগতি দেখতে যাওয়া, সকালে হয়তো আরেক স্থানে ছুটে চলা। ছুটির দিনেও বিরামহীনভাবে পথ চলা তার।

ছুটির দিনে ছুটে গিয়েছেন ভাঙ্গা রেলপথ পরিদর্শনে। হেটে হেটে দেখেছেন কাজের অগ্রগতি। ভাঙ্গার বামনকান্দায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনে রেললাইন স্লিপার কাজের উদ্বোধন কালে মন্ত্রী জানালেন, ২০২৩ সালের জুন মাসেই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। শনিবারের এই আনন্দ বার্তায় এলাকাবাসী আনন্দে উদ্বেলিত।
সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় কালে বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথে স্লিপার স্থাপনের কাজ এক মাসের মধ্যেই শেষ হবে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাছলিমা আলী, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।




















