Abul Kalam Azad : স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ
- আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১০৯১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা সংগ্রামী। তার জন্ম ১৮৮৮ সালের ১১ নভেম্বর। ১৯৫৮ সালের ২২ ফেব্রুয়ারি মারা যান। তার ছদ্মনাম ছিল আজাদ। মৌলানা আজাদ সুপণ্ডিত ছিলেন।
তরুণ বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রবক্তা ছাড়াও দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন আজাদ। এমনকি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সামরিক শাসন ও পাকিস্তান ভাগ সম্পর্কেও তিনি ভবিষ্যবাণী করে গিয়েছিলেন।
১৯৯২ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে (মরণোত্তর) ভূষিত করা হয়। স্বাধীন ভারতে শিক্ষাবিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার জন্মদিনটি সারা দেশে ‘জাতীয় শিক্ষা দিবস’ হিসেবে পালন করা হয়।
আজাদ ব্রিটিশ শাসনের সমালোচনা করেন এবং ভারতীয় জাতীয়তাবাদকে সমর্থন জানান। পরে আজাদ খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন। সেই সময় তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন।
মওলানা আজাদ ১৯১৯ সালের রাওলাট আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগের ধারণায় অণুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলন সংগঠনে সক্রিয় অংশ নেন। ১৯২৩ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনিই ছিলেন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি।

























