বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত
- আপডেট সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতে দল না পাঠানোর সম্ভাব্য সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ বিষয়ে আইসিসির বোর্ডসভায় আলোচনা ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে অংশগ্রহণ না করে, সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্থানে একটি বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। তবে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হচ্ছে না। বরং বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করে তাদের চূড়ান্ত অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি বোর্ড বাংলাদেশের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিষয়টি নিয়ে সব পক্ষের মধ্যে সমন্বয়ের সুযোগ রাখতে চায়। এ কারণেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে বিসিবিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণে অপারগতা জানায়, তাহলে গ্রুপ ‘সি’-তে তাদের স্থানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে অবস্থান করায় স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপের টিকিট পায়নি। তবে বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে বর্তমান আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সর্বোচ্চ অবস্থানে থাকায় স্কটল্যান্ডই বিকল্প দল হিসেবে প্রথম দাবিদার হয়ে উঠেছে।
আইসিসি সূত্রগুলো বলছে, অংশগ্রহণকারী দল নির্ধারণের ক্ষেত্রে সংস্থাটি প্রতিযোগিতার ধারাবাহিকতা, নিরাপত্তা এবং সদস্য দেশগুলোর স্বার্থ-এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশের চূড়ান্ত অবস্থানের ওপরই নির্ভর করছে বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে কোনো পরিবর্তন আসবে কি না।


















