বিশাখাপত্তনমে খুলছে ভারতের দীর্ঘতম গ্লাস স্কাইওয়াক, আকাশ, পাহাড় আর সমুদ্র মিলবে এক সেতুবন্ধনে
- আপডেট সময় : ০১:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
যেখানে আকাশ, পাহাড় আর সমুদ্র মিলবে এক সেতুবন্ধনে
আমিনুল হক ভূইয়া, ঢাকা
আন্দ্রপ্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তনমে পর্যটনপ্রেমীদের জন্য তৈরি হচ্ছে এক নতুন আকর্ষণ ভারতের দীর্ঘতম গ্লাস স্কাইওয়াক। বঙ্গোপসাগরের উপকূলে পাহাড় ও সাগরের অপূর্ব মেলবন্ধনের শহর বিশাখাপত্তনমে এই গ্লাস স্কাইওয়াকটি নির্মাণ করা হচ্ছে কৈলাসগিরি পাহাড়ের উপরে, যেখান থেকে সমুদ্র ও শহরের মনোমুগ্ধকর দৃশ্য এক নজরে দেখা যাবে।
আন্দ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন (এপিটিডিসি) জানায়, প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্যের এই স্কাইওয়াক সম্পূর্ণ হবে শক্তিশালী মাল্টি-লেয়ার্ড টেম্পার্ড গ্লাসে। এর নির্মাণে ব্যবহার করা হচ্ছে, আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, যাতে দর্শনার্থীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায়।
স্কাইওয়াকটির নকশা প্রস্তুত করেছেন দিল্লিভিত্তিক স্থপতি সংস্থা ডিজাইন স্পেকট্রাম, যারা চীনের ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ থেকে অনুপ্রাণিত হয়ে স্থানীয় ভূপ্রকৃতি অনুযায়ী তা অভিযোজিত করেছেন।
রাজ্য সরকারের পর্যটন দপ্তর জানিয়েছে, প্রকল্পটি প্রায় ২০ কোটি রুপি ব্যয়ে তৈরি হচ্ছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। গ্লাস স্কাইওয়াকের পাশাপাশি সেখানে থাকছে দর্শনীয় স্থান, ক্যাফে, সুভেনির কর্নার এবং রাত্রিকালীন আলোকসজ্জা। স্থানীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদেরও আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।

বিশাখাপত্তনমে গ্লাস স্কাইওয়াকের উদ্বোধনের পর এটি ভারতের সবচেয়ে দীর্ঘ স্কাইওয়াক হিসেবে রেকর্ড গড়বে। বর্তমানে পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে সিকিমের পেল্লিং ও গুজরাটের সাপুতারায় থাকা গ্লাস স্কাইওয়াকগুলোই সবচেয়ে জনপ্রিয়। বিশাখাপত্তনমের প্রকল্পটি এগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ দীর্ঘ, যা নতুন মানদণ্ড তৈরি করবে।
স্থানীয় প্রশাসনেরতরফে জানানো হয়েছে, স্কাইওয়াকের নিচে থাকবে সাগরের ঢেউয়ের শব্দ আর ওপরে কাঁচের স্বচ্ছ মেঝে, যা হাঁটতে হাঁটতে দর্শনার্থীদের দিবে ভাসমান অনুভূতি। বিশেষ আলোকপ্রক্ষেপণ এবং সাউন্ড ইফেক্টের মাধ্যমে রাতের দৃশ্য আরও মোহনীয় করে তোলা হবে।
বিশেষজ্ঞদের মতে, বিশাখাপত্তনমে এই উদ্যোগ কেবল পর্যটন খাতেই নয়, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ইতোমধ্যে হোটেল ও রেস্টুরেন্ট খাতে বিনিয়োগ বেড়েছে। শহরটি ইস্ট কোস্টের ট্যুরিজম হাব হিসেবে নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে।
পর্যটনমন্ত্রী রোশা মণি বলেন, আমরা চাই বিশাখাপত্তনম ভারতের সেরা পর্যটন গন্তব্য হয়ে উঠুক। গ্লাস স্কাইওয়াক সেই স্বপ্ন বাস্তবায়নের বড় পদক্ষেপ।
যদি সব কিছু পরিকল্পনামাফিক চলে, তবে আগামী শীতেই দর্শনার্থীরা পেয়ে যাবেন ভারতের দীর্ঘতম ও দৃষ্টিনন্দন এই গ্লাস স্কাইওয়াকের অভিজ্ঞতা-যেখানে আকাশ, পাহাড় আর সমুদ্র মিলবে এক সেতুবন্ধনে।



















