ঝাড়গ্রামের বসন্ত উৎসব আয়োজনের রেশ থেকে যাবে বহু দিন : মিতালী মুখার্জি
- আপডেট সময় : ০৫:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
ঝাড়গ্রামের আনন্দ-উচ্ছ্বাসটা কতটা রঙিন তা ছবিই বলে দিচ্ছে। বিশিষ্ট বাচিক শিল্পী মিতালী মুখার্জিকে বসন্তের রঙ দিয়ে বরণ করে নেবার নিখাত দৃশ্য। মিতালী জানালেন, মাদলিয়ার ডাকে পলাশ পরবে ঝাড়গ্রামে, ব্রিজেশ পান দা, ভাই সোমনাথ ও অর্পিতার আন্তরিক আহ্বানে। আয়োজন ঘিরে ছিলেন কত গুনীজন প্রিয়জন।

সবাই মিলে কত না আনন্দ। আনন্দ এতটাই রঙিন ছিল যে, কোন দিক দিয়ে গোটা দিনটা পেরিয়ে গেল তা বোঝাই গেল না। বহু দিন এর রেশ থেকে যাবে।
আর অভিজিতের মতে আপনাদের মতো গুণীজনদের সাথে ভীষণ আনন্দে কাটলো দিনটি। মিতালী মুখার্জির কবিতা আবৃত্তি সবাইকে মুগ্ধ করেছে। আয়োজন ঘিরে সেকি আনন্দ। বসন্ত উৎসব পালনকে ঘিরে সকল বয়সের মানুষ একই স্রোতুস্বিনী ভেসে চলেছেন।

মনে রাখার মতো ঝাড়গ্রামের এই অনুষ্ঠানের রেশ থেকে যাবে অনেক দিন। মিতালী দেবী আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানান। বলেন, এমনি আয়োজনে বার বার অংশ নেওয়া যায় ক্লান্তিহীন ভাবে।




















