China-Pakistan : চীন-পাকিস্তান যৌথভাবে ভারতে আক্রমণ করতে পারে : রাহুল গান্ধী
- আপডেট সময় : ০৪:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চীন-পাকিস্তান শিগগিরই বা পরে যৌথভাবে ভারতে আক্রমণ করতে পারে। সাবেক সেনা কর্তাদের সঙ্গে রাহুল গান্ধীর আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস। তাতে চিন ও পাকিস্তান নিয়ে আশঙ্কার কথা জানান কংগ্রেসের এই শীর্ষস্থানীয় নেতা।
ভিডিওতে রাহুলকে বলতে দেখা যায়, আন্তর্জাতিক কূটনীতি এবং সীমান্ত পরিস্থিতি বদলে যাচ্ছে। একসময় মনে করা হত ভারতের তিন শত্রু চিন, পাকিস্তান এবং সস্ত্রাসবাদ। চীন এবং পাকিস্তান এক জোট হয়েছে। যদি কোন যুদ্ধ বাধে তা হলে ভারতকে এই দুই দেশের সঙ্গেই একযোগে লড়তে হবে। সে ক্ষেত্রে এক বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হবে। ভারত এখন অত্যন্ত বিপজ্জনক জায়গায়।
ভারতীয় সেনার প্রতি আস্থা প্রকাশ করে রাহুল বলেন, সেনার প্রতি শুধু সম্মানই নয়, ভালবাসা এবং শ্রদ্ধাও রয়েছে আমার। আপনারাই দেশকে রক্ষা করেন। আপনাদের ছাড়া এই দেশ থাকবেই না।
সীমান্তে কী ঘটেছে তা দেশবাসীকে সরকারের জানানো উচিত বলে উল্লেখ করে কংগ্রেসের এই শীর্ষ নেতা বলছেন, আমাদের যে পদক্ষেপ নেওয়া উচিত, তা আমাদের এখনই শুরু করতে হবে। আসলে, আমাদের পাঁচ বছর আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যা আমরা করিনি। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সূত্র হিন্দুস্থান টাইমস






















