CBCC CANCER : সিবিসিসি ক্যান্সার সেবা কেন্দ্র এখন আগরতলায়
- আপডেট সময় : ১১:৩০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ২৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
‘ক্যান্সারের নেই অ্যানসার এখন অতীত! ‘ক্যান্সারে অ্যানসার’ স্লোগান নিয়ে সিবিসিসি ক্যান্সার (CBCC CANCER) চিকিৎসা কেন্দ্র এখন পাজরঘেষা রাজ্য আগরতলায়। সংশ্লিষ্টরা জানালেন, ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলো ছাড়াও পাশ্ববর্তী বাংলাদেশের অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে ছুটে যান চেনাই-ব্যাঙ্গালুরো, নতুন দিল্লী, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে।
ডা. প্রিয়তাভ মন্ডল সিনিয়র ম্যানেজার অপরেশনস
সিবিসিসি ক্যান্সার কেন্দ্রটি হাতের নাগালে মানসম্মত চিকিৎসাসেবার অঙ্গিকার নিয়েই আগরতলায় তাদের কেন্দ্র স্থাপন করেছে। মানসম্মত চিকিসাসেবার মাধ্যমে ‘মানবসেবার অঙ্গিকার’ নিয়ে আমেরিকা শীর্ষ ক্যান্সার কেন্দ্র CBCC USA এর ভারতে ৯টি ক্যান্সার কেন্দ্র সেবা করেছে। সিবিসিসির রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
সিবিসিসি ইন্ডিয়া (CBCC INDIA) ২০০৬ সালে কার্যক্রম শুরু করে। আগরতলায় সিবিসিসির দুই সুপারস্পেশিয়ালিস্ট হলেন ডা. পাভন কারেল্লা সার্জিকাল অনকোলজিস্ট ও ডা. এল পি ভাস্কর ভুবন মেডিকেল অনকোলজিস্ট। কৃত্রিমান দুই চিকিৎসক নিজ নিজ ক্ষেত্রে পথ প্রদর্শক। এই দুই চিকিৎসক মনে করেন সঠিক চিকিৎসাসেবার মাধ্যমে মানবসেবার সুযোগ পাওয়া যায়। একজন চিকিৎসকের জীবনে এরচেয়ে বড় পাওনা আর কি হতে পারে?
ডা. পবন করেলা সার্জিক্যাল অনকোলোজিস্ট
CBCC ক্যান্সার কেন্দ্র সাশ্রয়ী মূল্যে সব ধরনের ক্যান্সার চিকিৎসা প্রদান করে আসছে। বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানে একধাপ এগিয়ে থাকার কথা জানালেন সিবিসিসি সংশ্লিষ্টরা। তারা জানান, আগরতলার তিনদিকেই অবস্থান বাংলাদেশ। সেখানের বহু মানুষ ব্যাঙ্গালুরো, চেন্নাই, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা নিতে যান।
তাতে করে অধিক ব্যয়ের পাশাপাশি সময় ও যাতায়তের বিষয়টি রয়েছে। অথচ ইচ্ছে করলেই হাতের নাগালে আগরতলায় ‘বিশ্বমানের ক্যান্সার’ চিকিৎসাসেবা নিতে পারেন। তাতে সময়-সাশ্রয়ী যাতায়ত ও মানসম্মত চিকিৎসা মিলবে। বাংলাদেশের মানুষদের জন্য বিশ্বমানের এই চিকিৎসাবেসা কেন্দ্রটি দু’বাহু বাড়িয়ে রয়েছে।
ডা. এল পি ভাস্কর ভুবন মেডিক্যাল অনকোলোজিস্ট
CBCC কর্পোরেট এবং নিবন্ধিত অফিস গুজরাটের আহমেদাবাদে, ডা. রবি প্যাটেল অনকোলজি ক্ষেত্রের একজন নিবেদিত মেডিকেল অনকোলজিস্ট এবং CBCC ইন্ডিয়ার চেয়ারম্যান।
যোগাযোগ : শুভজিৎ দাস +৯১৮৪১৪০০০৬৭৮ হোয়াটস অ্যাপ, CBCC ক্যান্সার সেবা কেন্দ্র আগরতলা

























