USA : ইউক্রেনে ‘সস্তা দামের’ অস্ত্র সরবরাহের কথা ভাবছে পেন্টাগন
- আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ১৬৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক
ইউক্রেনে সস্তা দামের ছোট অস্ত্র ও কার্যকরী বোমা সরবরাহ করার প্রস্তাব নিয়ে ভাবছে পেন্টাগন। এই ছোট বোমাগুলো রকেটে ব্যবহার উপযোগী। সরবরাহ কমে যাওয়ায় ইউক্রেনে অস্ত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পশ্চিমারা।
মার্কিন এবং সামরিক সহযোগীদের অস্ত্রের মজুদ কমে যাচ্ছে। এদিকে যুদ্ধ এগিয়ে যাচ্ছে। ফলে ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন।
জানা গেছে, ইউক্রেন এবং পূর্ব ইউরোপীয় মিত্রদের জন্য নতুন যুদ্ধ উপকরণ উৎপাদনের জন্য প্রায় দেড় ডজন পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি হলো ডাবড গ্রাউন্ড-লঞ্চ স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি)। এটি বোয়িং এর প্রস্তাবিত সিস্টেম।
জিএলএসডিবি ২০২৩ সালের শুরুর দিকে বিতরণ করা যেতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং এই পরিকল্পনার সঙ্গে যুক্ত তিন ব্যক্তি। পর্যালোচনা করা একটি নথি অনুসারে তারা এ কথা জানায়। জিএলএসডিবি এম-২৬ রকেট মোটরের সঙ্গে ক্ষুদ্র ব্যাসের জিবিইউ-৩৯ বোমাকে সংযুক্ত করে।
মার্কিন সেনাবাহিনীর প্রধান অস্ত্র ক্রেতা ডগ বুশ গত সপ্তাহে পেন্টাগনে সাংবাদিকদের বলেন, ‘সামরিক বাহিনী ১৫৫ মিমি আর্টিলারি শেলের উৎপাদন ত্বরান্বিত করার দিকে মনোযোগ দিয়েছে। বর্তমানে এই আর্টিলারি শেলগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ঠিকাদারদের দিয়ে সরকারি সুবিধায় তৈরি করা হয়।’























