Selfie : কর্ণাটকে সেলফি তুলতে গিয়ে ৪ কিশোরীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২০০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেলাগাভির কাছে জলপ্রপাত দেখতে মাঝেমধ্যেই ভিড় করেন পর্যটকরা। শনিবারও সেখানে ৪০জন কিশোরী পিকনিক করতে গিয়েছিল। তাদের কয়েকজন সেলফি তোলার চেষ্টা করছিল। একপর্যায়ে অসাবধানতার কারণে জলপ্রপাতে পড়ে গিয়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনার সময় চার কিশোরী জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। নিহত চার কিশোরী বেলগাভির কামাত গালির একটি মাদ্রাসার ছাত্রী। মূলত সেলফি তোলার সময় মোট পাঁচজন একসঙ্গে নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা কোনোভাবে একজনকে উদ্ধার করেন। কিন্তু বাকিদের বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বেলাগাভি জেলা পুলিশের ডেপুটি কমিশনার রবীন্দ্র গাদাদি। আহত মেয়েটির চিকিৎসা চলছে বেলাগাভি ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে পুলিশ নজর রাখছে। হাসপাতাল চত্বরে পুলিশও মোতায়েন করা হয়েছে।
























