ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদ্যাপনের লোগো উন্মোচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

 

বাংলাদেশের বিদেশমন্ত্রক ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে বুধবার সন্ধ্যায় মৈত্রী দিবস উদ্যাপনের লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতায় বিজয়ী আটজন বাংলাদেশী প্রতিযোগীর হাতে সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারীক ছাড়াও প্রথিতযশা শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিদেশ সচিব তার বক্তব্যে মৈত্রী দিবস উদ্যাপনকে দু’দেশের সম্পর্কের মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এসময় তিনি উৎসাহী তরুণ প্রজন্মকে তাদের সৃজনশীল চিন্তার জন্য ধন্যবাদ জানান।

ভারতীয় হাই কমিশনার তার বক্তব্যে বলেন, মৈত্রী দিবস উদ্যাপন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নিবিড় সম্পর্কের পরিচায়ক।

উল্লেখ্য, গেল বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেন। সফরকালে ভারত কর্তৃক বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদানের দিনটি ঐতিহাসিক ৬ ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দিনটিকে মৈত্রী দিবস (Friendship Day) হিসেবে ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গত বছরের ৬ ডিসেম্বর বিশ্বের ১৮টি দেশসহ বাংলাদেশ ও ভারতে যৌথভাবে মৈত্রী দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইতোমধ্যেই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মৈত্রী দিবস উদ্যাপিত হয়েছে।

মৈত্রী দিবস উদ্যাপনের জন্য দুই বন্ধুপ্রতিম দেশ লোগো ও ব্যাকড্রপ নকশার জন্য যথাযথ প্রক্রিয়ায় উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ ও ভারতের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা বিভিন্ন স্তরে যাচাই বাছাইয়ের মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন হয়। নকশার নান্দনিকতা, শিল্পমান, মৈত্রী দিবসের ধারণার সাথে একাত্মতা, নিজেদের নকশা সম্পর্কে প্রতিযোগী শিল্পীদের ব্যাখ্যা বিবেচনায় নিরপেক্ষতা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশিকার ভিত্তিতে, সর্বোপরি দুই দেশের স্ব-স্ব আর্থিক নিয়মাবলি অনুসরণ করে সর্বসম্মতিক্রমে যৌথ নির্বাচক কমিটির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

লোগো ও ব্যাকড্রপ প্রত্যেক ক্যাটাগরির নকশার জন্য বিজয়ী প্রতিযোগীদের জন্য পৃথকভাবে ৮টি করে মোট ১৬টি আকর্ষণীয় সম্মানী পুরস্কার রয়েছে। এ প্রতিযোগিতায় আটজন বাংলাদেশী প্রতিযোগী মোট নয়টি এবং ভারতের সাতজন প্রতিযোগী বিজয়ী হন। ভারতের নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও ভারতীয় বিদেশমন্ত্রক যৌথ আয়োজনে শীঘ্রই ভারতীয় প্রতিযোগীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদ্যাপনের লোগো উন্মোচন

আপডেট সময় : ১০:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

 ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

 

বাংলাদেশের বিদেশমন্ত্রক ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে বুধবার সন্ধ্যায় মৈত্রী দিবস উদ্যাপনের লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতায় বিজয়ী আটজন বাংলাদেশী প্রতিযোগীর হাতে সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারীক ছাড়াও প্রথিতযশা শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিদেশ সচিব তার বক্তব্যে মৈত্রী দিবস উদ্যাপনকে দু’দেশের সম্পর্কের মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এসময় তিনি উৎসাহী তরুণ প্রজন্মকে তাদের সৃজনশীল চিন্তার জন্য ধন্যবাদ জানান।

ভারতীয় হাই কমিশনার তার বক্তব্যে বলেন, মৈত্রী দিবস উদ্যাপন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নিবিড় সম্পর্কের পরিচায়ক।

উল্লেখ্য, গেল বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেন। সফরকালে ভারত কর্তৃক বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদানের দিনটি ঐতিহাসিক ৬ ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দিনটিকে মৈত্রী দিবস (Friendship Day) হিসেবে ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গত বছরের ৬ ডিসেম্বর বিশ্বের ১৮টি দেশসহ বাংলাদেশ ও ভারতে যৌথভাবে মৈত্রী দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইতোমধ্যেই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মৈত্রী দিবস উদ্যাপিত হয়েছে।

মৈত্রী দিবস উদ্যাপনের জন্য দুই বন্ধুপ্রতিম দেশ লোগো ও ব্যাকড্রপ নকশার জন্য যথাযথ প্রক্রিয়ায় উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ ও ভারতের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা বিভিন্ন স্তরে যাচাই বাছাইয়ের মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন হয়। নকশার নান্দনিকতা, শিল্পমান, মৈত্রী দিবসের ধারণার সাথে একাত্মতা, নিজেদের নকশা সম্পর্কে প্রতিযোগী শিল্পীদের ব্যাখ্যা বিবেচনায় নিরপেক্ষতা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশিকার ভিত্তিতে, সর্বোপরি দুই দেশের স্ব-স্ব আর্থিক নিয়মাবলি অনুসরণ করে সর্বসম্মতিক্রমে যৌথ নির্বাচক কমিটির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

লোগো ও ব্যাকড্রপ প্রত্যেক ক্যাটাগরির নকশার জন্য বিজয়ী প্রতিযোগীদের জন্য পৃথকভাবে ৮টি করে মোট ১৬টি আকর্ষণীয় সম্মানী পুরস্কার রয়েছে। এ প্রতিযোগিতায় আটজন বাংলাদেশী প্রতিযোগী মোট নয়টি এবং ভারতের সাতজন প্রতিযোগী বিজয়ী হন। ভারতের নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন ও ভারতীয় বিদেশমন্ত্রক যৌথ আয়োজনে শীঘ্রই ভারতীয় প্রতিযোগীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।