ইচ্ছে শক্তিই স্বপ্নকে ছুঁয়েছেন নারী উদ্যোগক্তা স্বপ্না
- আপডেট সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ৩৯৬ বার পড়া হয়েছে
ইচ্ছা শক্তি দিয়েই হাজারো বাধার দেওয়া ডিঙ্গিয়ে স্বপ্নকে ছুঁয়েছেন স্বপ্না। আজ তিনি আলোকিত এক নারী উদ্যোগক্তার কাতারে। সামাজিক দায়িত্ববোধ থেকে সমাজের পিছিয়ে থাকা নারীদের সাবলম্বি করা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, নিজের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান
পরিচালনা করা ইত্যাদি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ভাবজগতের এই বাসিন্দা। তিনি মনে করেন, অর্থনৈতিক উন্নয়নে একজন নারী ভূমিকা রয়েছে। কোথায় নেই নারীর অবদান। সুযোগ পেলে একজন নারী সফলতা অর্জন করতে পারেন।
ব্যস্ততার মধ্যেই জানালেন, খিলগাও তিলপাপড়ায় ছোট দোকানটি আরও বড় করার সুযোগ পেয়েছেন। এখানে কসমেটিকস, শাড়ি-ব্লাউজ থেকে শুরু করে সকল ধরণের আইটেম মেলে। আগামীতে এখান থেকে কাপড় কিনে বানানোর সুযোগ থাকছে। একজন নারী ক্রেতা স্বাচ্ছন্দে নিজের কেনাকাটা করতে পারবেন এখানে।
দু’জন কারিগরকে নিয়ে কাপড় সেলাইয়ের বিষয়টি কিভাবে আরও সম্প্রসারিত এবং দ্রুত ডেলিভারী দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছিলেন দু’জন টেইলার্স মাস্টারের সঙ্গে। তার ফাঁকেই কিছুটা সময় দিলেন স্বপ্না। জানালেন, যমুনা ফিউচারপার্কে তার আরও একটি দোকান
রয়েছে। সদা হাসিখুশি এই নারী উদ্যোক্তা আগামীতে ব্যবসাকে আরও বড় আকারে নিয়ে যাবার স্বপ্ন দেখেন। তার মতে পরিশ্রমই সফলতার অন্যতম চাবিকাঠি।

দোকানের পাশাপাশি ‘মা আমেনা ফ্যাশন’ এর অনলাইন ব্যবসাও বেশ জমে ওঠেছে। নানা ধরণের আইটেমের সমারোহ। চাহিদা বেশ। ক্রেতার চাহিদা অনুযায়ী নতুন নতুন আইটেম
কালেকশন করে থাকেন স্বপ্না। দিন দিন তার ব্যবসারও প্রসার ঘটছে। আগামীর পরিকল্পনায় আরও বড় আকারের ব্যবসায় হাত লাগানোর ইচ্ছে রয়েছে ফ্যাশন প্রেমি স্বপ্নার।























