ভারতের উপহারের ৭১টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স পেলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ২৬৯ বার পড়া হয়েছে
“করোনা পরবর্তী সময়েও অ্যাম্বুলেন্সগুলো স্বাস্থ্যসেবায় ব্যবহার করা সম্ভব হবে”
করোনা লড়াইয়ের অংশ হিসেবে ভারত বাংলাদেশকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। মার্চে ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কভিড-১৯ মোকাবিলায়
বাংলাদেশকে অ্যাম্বুলেন্সগুলো উপহার হিসাবে দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে ৭১টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। উপহারের অ্যাম্বুলেন্সগুলোয় ভেন্টিলেশন সুবিধা রয়েছে। করোনার পরও স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা যাবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালন অনুষ্ঠানে যোগ চলতি বছরের ২৭ মার্চ ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। সেময়ে বাংলাদেশকে এই অ্যাম্বুলেন্স উপহারের কথা ঘোষণা দেন। ভারতের প্রতিশ্রুতির প্রেক্ষিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম চালানে ৩১ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসে পৌছে।
যা ১৭ আগস্ট ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিদেশমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এদিন অ্যাম্বুলেন্সের সঙ্গে ২০০ মেট্রিক টন মেডিকেল সামগ্রীও এবং বিবিন্ন সাইজের অক্সিজেন সিলিন্ডর হস্তান্তর
করেন। দ্বিতীয় চালানে আরও ৪০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসে পৌছেছে বাংলাদেশে। বৃহস্পতিবার বেনাপোল কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা
দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে দ্বিতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স এসেছে। বাকি গুলো পর্যায়ক্রমে পৌঁছাবে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেওয়া ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসে পৌঁছে। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ভারত সরকারের উপহারের ৪০টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানোর জন্য বন্দর ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

























